প্রসেনজিৎ ধর,কলকাতা :- কসবা ভুয়ো টিকাকাণ্ডে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষবর্ধনকে চিঠি লিখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী | কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে এই চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী | ভুয়ো টিকা কাণ্ড নিয়ে রাজ্য সরকারের অস্বস্তি বাড়াতে বদ্ধপরিকর বিজেপি | ওই চিঠিতে রাজ্যে করোনার টিকা নিয়ে রাজনীতির অভিযোগ তুলে শুভেন্দু জানিয়েছেন, ‘ভোটার স্লিপের মতো টিকার কুপন দেওয়া হচ্ছে শাসকদলের তরফে | শুধু তাই নয়, যেখানে মধ্যপ্রদেশ, গুজরাত, উত্তরপ্রদেশের মতো রাজ্য টিকাকরণে প্রতিদিন রেকর্ড করছে, সেখানে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের অনীহায় এই কর্মসূচি অনেক পিছিয়ে পড়ছে |’
কসবায় ভুয়ো টিকাকরণের ঘটনায় গ্রেফতার হয়েছেন দেবাঞ্জন দেব | তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কমিশনারকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী | আর এই ঘটনায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলছেন বিজেপি নেতৃত্ব | সেই মর্মে এদিন স্বাস্থ্য মন্ত্রীকে চিঠি দিয়ে শুভেন্দু জানিয়েছেন, ‘ওই টিকা শিবির থেকে যাঁরা আধার কার্ড দেখিয়ে টিকা নিয়েছেন, তাঁরা কেউই টিকার শংসাপত্র পাননি| শুধু কসবা-ই নয়, এ ধরনের শিবির চালানো হয়েছিল আমহার্স্ট স্ট্রিট, সোনারপুরেও | যেখানে কয়েকজন মানুষকে টিকা দেওয়া হয়েছে | আর এসবই হয়েছে স্থানীয় প্রশাসন এবং পুলিশের নজরদারিতে |’ চিঠিতে বেশকিছু বিষয় উল্লেখ করে শুভেন্দু প্রশ্ন তুলেছেন,’অভিযুক্ত অর্থাৎ দেবাঞ্জন দেব দাবি করেছেন কোভিশিল্ড টিকা দেওয়া হয়েছে | সেটা কীভাবে সম্ভব? কতটা সত্যি? যদি তাই হয়ে থাকে, তা হলে নিশ্চয়ই সরকারের টিকার মজুত থেকে সেগুলো সরানো হয়েছে? আর টিকা যদি করোনার না হয়ে থাকে, তা হলে দ্রুত তদন্ত হওয়া প্রয়োজন যা দেওয়া হয়েছে, আদতে সেগুলো কী ছিল? সেগুলো কোনও বিষাক্ত ওষুধ, হামের টিকা নাকি জল তা জানা জরুরি | যদি এর কারণে কোনও মানুষের মৃত্যু হয় অথবা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়, তা হলে কেন্দ্র সরকারের বিশাল এই কর্মসূচির প্রতি মানুষের বিশ্বাস উঠে যাবে | তাই জনস্বাস্থ্য এবং নিরাপত্তার বিষয়টিকে প্রধান্য দিয়ে এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন |’এদিকে ইতিমধ্যেই কসবা ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা | সন্দীপন দাস নামে কলকাতা হাইকোর্টের এক আইনজীবী মামলাটি দায়ের করেছেন| মামলাকারী আদালতে জানিয়েছেন, এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, রাজ্যে ভ্যাকসিন দেওয়া নিয়ে চূড়ান্ত অনিয়ম চলছে| তাঁর দাবি, এই ঘটনার যথাযথ তদন্তের জন্য সিবিআইকে দায়িত্ব দেওয়া হোক |