Breaking News

‘উত্তরে বঞ্চনা আছে, তবে পৃথক রাজ্য গঠনে বিজেপির সায় নেই,’শিলিগুড়িতে বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

দেবরীনা মণ্ডল সাহা :- ‘উত্তরবঙ্গের প্রতি বঞ্চনার অভিযোগ নতুন নয় | দীর্ঘদিনের অভিযোগ এখানকার বাসিন্দাদের | তাই কখনও আলাদা কামতাপুর রাজ্য, কখনও পৃথক গোর্খাল্যান্ডের আওয়াজ উঠেছে এই ভূমিতে | এটা এখানকার বাসিন্দাদের দাবি | তবে পৃথক রাজ্য গঠনে বিজেপির সায় নেই | এ নিয়ে রাজ্য বা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কিছু ভাবেনি|’শনিবার ফের দলের অবস্থান স্পষ্ট করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ | তিনদিনের উত্তরবঙ্গ সফরে শনিবার তিনি শিলিগুড়ি পৌঁছন| এদিন এনজেপি স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই বলেন দিলীপ ঘোষ | আগামী দিনে এই সম্ভাবনা আছে কিনা প্রশ্ন করা হলে, দিলীপ ঘোষ বলেন, “পৃথক উত্তরবঙ্গ রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে দলেরই আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা নিজের ঘোষণায় এখনও অটুট | দিল্লির কাছে এই দাবিতে সরব হবেন বলেও জানিয়েছেন তিনি |” অন্যদিকে মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ায় পরেই বেশ কয়েকজন বিজেপি বিধায়কের দল ছাড়ার গুঞ্জন ওঠে | যদিও দিলীপ ঘোষের দাবি, ‘একজন বিধায়কও দল ছাড়বেন না। যাঁরা ছাড়ার, চলে গিয়েছেন | আবর্জনা মুক্ত হয়েছে দল | এবারে লড়াই পুর ভোট | তার প্রস্তুতি শুরু করতেই এই সফর|’

উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা | তাঁকে সমর্থনও করেছেন উত্তরবঙ্গের বিজেপির দুই বিধায়ক | তাঁদের এই অবস্থানকে ঘিরে নানা চর্চা উত্তরের জেলাগুলিতে|এসবের মধ্যেই পৃথক রাজ্যের দাবির প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব | পৃথক রাজ্যের দাবিতে সরব হওয়া বিজেপির একাধিক সাংসদ, বিধায়কের বিরুদ্ধে থানাতেও অভিযোগ জানিয়েছে তৃণমূল | তবে রাজনৈতিক মহলের মতে, অতীতে গোর্খাল্যান্ড ইস্যুতেও বার বার দ্বিচারিতা করেছে বিজেপি | পাহাড়ে থাকাকালীন বিজেপির একাধিক নেতৃত্ব পৃথক রাজ্যের দাবিতে কার্যত সায় দিয়েছেন। সমতলে আসার পরেই অন্য সুর শোনা গিয়েছে বিজেপি নেতৃত্বের গলায় | তবে কি উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিকে ঘিরেও এবার ফের সেই দ্বিমুখী অবস্থান নিচ্ছেন বিজেপি নেতৃত্ব?

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *