Breaking News

বিজেপির রাজ্য দফতরে পাঠালেন ডোমজুড় এলাকার’ঘরছাড়া’দের তালিকা,তাহলে কী তৃণমূলে না গিয়ে পদ্মেই মনোনিবেশ রাজীবের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- লোক মারফত শনিবার বিজেপির রাজ্য দফতরে ‘ঘরছাড়া’দের তালিকা পাঠালেন এখনও খাতায় কলমে থাকা বিজেপি নেতা রাজীব বন্দোপাধ্যায় |তাহলে তৃণমূলের কাছ থেকে সাড়া না পেয়ে কী এবার বিজেপির কাছাকাছি আসছেন রাজীব? উঠছে প্রশ্ন | বিধানসভা ভোটে হাওড়ার ডোমজুড়ে কল্যাণের কাছে হেরে যাওয়ার পর নিজেকে ‘গুটিয়ে’ নিয়েছেন বিজেপি নেতা রাজীব বন্দোপাধ্যায় | বিজেপি সূত্রে জানা গিয়েছে, ভোটের ফল প্রকাশের পর এক মাস পেরিয়ে গেলেও দলের নেতাদের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ হয়নি | এমনকি ভোট পরবর্তী হিংসার বেশ কয়েকটি ঘটনা ঘটলেও রাজীবকে এক বারের জন্যও সক্রিয় হতে দেখা যায়নি | সোশ্যাল মিডিয়ায় বিবেকের ডাক দিয়ে শোরগোল ফেলে দিয়েছেন রাজীব বন্দোপাধ্যায় | মমতা সরকারের সমালোচনা বন্ধ রেখে আত্মসমালোচনা করার ডাকে অস্বস্তিতে পড়েছে বিজেপি | জল্পনা আরও বেড়েছে কুণাল ঘোষের সঙ্গে তাঁর ‘সৌজন্য সাক্ষাতে’ | কিন্তু এত কিছু করেও তিনি তৃণমূল শীর্ষ নেতৃত্বের মন ভেজাতে পারলেন কি? দল নেত্রী কার্যত বুঝিয়ে দিয়েছেন নির্বাচনের আগে যাঁরা দল ছেড়ে কুৎসা করেছেন, এখনই সেই দলবদলুদের ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা ক্ষীণ | আর তারই মধ্যে শনিবার ডোমজুড়ের বিজেপি প্রার্থী ‘ঘরছাড়া’ কর্মীদের তালিকা পাঠান বিজেপির রাজ্য দফতরে | যদিও রাজীবের ঘনিষ্ঠ সূত্রে খবর, ওই তালিকাটি তিনি তৈরি করেননি | তাঁর কাছে এসেছিল | কর্মী মারফত বিজেপি নেতৃত্বের কাছে সেটি পাঠিয়ে দিয়েছেন | আগামী ২৯ জুন রাজ্য বিজেপির কর্মসমিতির বৈঠকে আমন্ত্রণও পেয়েছেন | সোশ্যাল মিডিয়ায় বিবেকের ডাক দিয়েও পুরনো দলে ফিরে যাওয়ার রাস্তায় অনেক কাঁটা দেখা যাচ্ছে | তাহলে কী এবার গেরুয়া শিবিরের কাছে আসছেন রাজীব বন্দোপাধ্যায়? সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে রাজনীতির অন্দরে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *