দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- কসবায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের তদন্তে কমিটি গঠন করল রাজ্য সরকার | রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হল | কমিটিতে থাকছেন চিকিৎসক মাখনলাল সাহা, সৌমিত্র ঘোষ, জ্যোতির্ময় পাল| চিকিৎসক শান্তনু ত্রিপাঠীর নেতৃত্বে গড়া হল তদন্ত কমিটি | যারা ভুয়ো ক্যাম্প থেকে ভ্যাকসিন নিয়েছিলেন, তাঁদের শরীরে কোন সমস্যা হচ্ছে কিনা, ভুয়ো ভ্যাকসিনের কী কী বিরূপ প্রতিক্রিয়া তাঁদের শরীরে হতে পারে তা নিয়ে তদন্ত করবে এই কমিটি | তাছাড়া কীভাবে ভ্যাকসিন দেওয়া হত তাও খতিয়ে দেখা হবে | পাশাপাশি, এই ধরনের কাণ্ড আবার হলে কীভাবে মোকাবিলা করা হবে, তার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরির সিদ্ধান্তে নিয়েছে স্বাস্থ্য দফতর | কড়া নিয়মের মধ্যে ফাঁকি দিয়ে মানুষের শরীরে প্রবেশ করা হয়েছে ভুয়ো ভ্যাকসিন | কিন্তু কি করে এত বড় কাণ্ড প্রশাসনের চোখে ধুলো দিয়ে সরকারি ক্যাম্পের আদলেই চালানো সম্ভব | কলকাতায় বসে কীভাবে এত বড় জালিয়াতি করলেন দেবাঞ্জন দেব, এই নিয়ে উঠেছে প্রশ্ন | আর সেই প্রশ্নের উত্তর খুঁজছে রাজ্য সরকার | আর তাই ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের রহস্যভেদে কমিটি গঠন রাজ্যের |সেই কমিটিতে থাকবেন চারজন অভিজ্ঞ চিকিৎসক বা বিশেষজ্ঞ | মূলত ভুয়ো ভ্যাকসিন নিয়ে উত্তর খুঁজবেন তাঁরা।ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে কার গাফিলতি ছিল, কী ভাবে এই ক্যাম্প করলেন দেবাঞ্জন, সেই বিষয় খতিয়ে দেখবেন ওই চার সদস্য | সব কিছু খতিয়ে দেখে তাঁরা রিপোর্ট জমা দেবেন স্বাস্থ্য দফতরের কাছে | প্রয়োজনে কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হবে| তারপর তারা রিপোর্ট জমা দেবেন স্বাস্থ্য দফতরের কাছে | প্রসঙ্গত, ইতিমধ্যেই ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের তদন্তে ১০ সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে লালবাজার | গোটা বিষয়টিই খতিয়ে দেখছেন সিটের সদস্যরা |