Breaking News

‘রাজবংশীদের উপর তৃণমূলের অত্যাচার বন্ধ না হলে আমরা আছি’, কেএলও-র হুমকি পোস্টার এবার উত্তর দিনাজপুরের চোপড়ায়!এলাকায় চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর :- কোচবিহার ও জলপাইগুড়ি জেলার পর এবার উত্তর দিনাজপুরে দেখা গেল নিষিদ্ধ জঙ্গীগোষ্ঠী কেএলও-র হুমকি পোস্টার | রবিবার চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় এই পোস্টারের দেখা মিলেছে | পোস্টারে কামতাপুরি ভাষায় লেখা, ‘চোপড়া ভূমিপুত্র রাজবংশী লার উপরত যদি টিএমসি উত্তাচার বন্ধ না হয় তাহালে হামরা আছি(কেলও) |’ রবিবার সকালে গ্রামের বাসস্ট্যান্ড ও লাগোয়া বিভিন্ন এলাকায় পোস্টারগুলি চোখে পড়ে | সাদা কাগজে কম্পিউটার প্রিন্টারে ছাপানো পোস্টারগুলি |

এলাকায় কেএলও-র অস্তিত্ব রয়েছে জেনে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে | কারা পোস্টার সাঁটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ | প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পরেই বিভিন্ন জায়গায় রাজবংশীদের উপর অত্যাচার চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দৃষ্কৃতীদের বিরুদ্ধে | তার প্রেক্ষিতেই এই পোস্টার লাগানো হয়েছে বলে মনে করা হচ্ছে |তবে এর আগে কোচবিহার ও জলপাইগুড়িতেও এই ধরনের পোস্টার পড়েছিল |এইবার পোস্টার পড়ল উত্তর দিনাজপুরের চাপড়ায় | বিজেপি নেতা তথা চোপড়া বিধানসভা এলাকার নির্বাচন সংক্রান্ত কনভেনর অসীম বর্মন বলেন, ‘এলাকায় দলীয় কর্মী সমর্থকরা অত্যাচারিত হচ্ছে | পোস্টারের ব্যাপারে বিস্তারিত তাঁর কাছে কিছু জানা নেই|’স্থানীয় বাসিন্দা তথা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ বলেন, ‘এলাকায় কেউ এই ধরণের অত্যাচারের প্রমাণ দেখাতে পারবে না | এমনকি কেউ অত্যাচারিত হচ্ছে এমন অভিযোগ তাকে কেউ সরাসরি জানালে সব রকম সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেন তিনি| এলাকায় যারা কেএলও লিঙ্ক ম্যান হিসেবে দাবি করেন তাঁরা ইতিমধ্যে রাজ্য সরকারের কাছে চাকরির আবেদন জানিয়েছেন | স্বাভাবিকভাবে তাঁরা এই রকম কাজ করতে পারেন না |’ চোপড়া থানার পুলিশ এ ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *