Breaking News

২০২৪ সালের লক্ষ্যে গান বাঁধলেন তৃণমূলের ছাত্র-যুবরা,’বাংলার যুবরাজ অভিষেক’,নতুন গান তৃণমূলের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কঠিন লড়াই করে একুশের নির্বাচন জিততে হয়েছে | ২০২১-এর বিধানসভায় বঙ্গ জয়ে মমতা ম্যাজিক ও পিকের কৌশল কাজে লেগেছে যতটা, সেই পরিমাণ পরিশ্রম করেছেন অভিষেক | আর তাঁর সেই লড়াই ও সংগ্রামকে কুর্নিশ জানাতে একটি নতুন গান উপহার দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ | তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়কে সামনে রেখেই নয়া গান তৈরি হয়েছে | তাঁকে বিধানসভা নির্বাচনে সামনে থেকে লড়াই করতে দেখা গিয়েছে | এবার সেটিই তৃণমূল ছাত্র পরিষদের গানে তুলে ধরা হয়েছে | গানটি লিখেছেন তৃণমূল ছাত্র পরিষদের নতুন রাজ্য সভাপতি তৃণাঙ্কর ভট্টাচাৰ্য | গানটিতে সুর দিয়েছেন কেশব দে |গানে যুব তৃণমূলের বার্তা, ‘বাংলার যুবরাজ আজ তোমাকে জানাই সেলাম’ | ৪ মিনিট ১০ সেকেন্ডের ওই ভিডিয়োতে অভিষেককে ‘গরিবের ভগবান’, ‘সবুজ সেনার সেনাপতি’ হিসেবে উল্লেখ করা হয়েছে | জানা গিয়েছে, ছাত্র–যুব সংগঠনকে মজবুত করতেই এই গান তৈরি করা হয়েছে | সমস্ত অনলাইন প্ল্যাটফর্মে শোনা যাবে এই গান | এমনকী সাধারণ মানুষ তথা নতুন প্রজন্মের কাছে পৌঁছতে করা হচ্ছে কলার টিউন, রিংটোন | প্রায় সাড়ে চার মিনিটের এই ভিডিও অ্যালবামে দেখানো হয়েছে অভিষেক বন্দোপাধ্যায়ের বিভিন্ন জনসভার ছবি| এমনকী ঘূর্ণিঝড় ইয়াসের পরে, আবার বজ্রপাতের ঘটনার জেরে যাদের মৃত্যু হয়েছে তাদের বাড়ি যাওয়ার ভিডিও এখানে তুলে ধরা হয়েছে | তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কয়েক ঘণ্টার মধ্যেই জনপ্রিয় হয়ে গিয়েছে এই গান | এমনকী ফেসবুক, ট্যুইটার, ইন্সটাগ্রাম, ইউটিউবে এই গান এখন সুপারহিট ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই মাঠে নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেস নেতা–কর্মীরা | এবার তাতে ছাত্রযুবদের যুক্ত করা হচ্ছে | কারণ এই করোনাভাইরাস মহামারিতে সেভাবে সভা–সমাবেশ করা যাচ্ছে না| তাই নির্ভর করতে হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে | তাই সেখানে সক্রিয়তা বাড়ানো হয়েছে | গানটি প্রতিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে শনিবার সন্ধ্যায় | খুব শীঘ্রই তা রিংটোন কিংবা কলার টিউন আকারেও মিলবে | পাখির চোখ এবার ২৪-র লোকসভা ভোট | সেই লক্ষ্যেই তৃণমূলের ছাত্র সংগঠনকে চাঙ্গা করতে ‘বাংলার যুবরাজ অভিষেক’-কে সামনে রেখে নতুন গান তৈরি করল তৃণমূল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *