নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা :- দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং-এর ইটখোলা গ্রামে তৃণমূলের উপপ্রধান খতিব সরদার সহ তার অনুগামীদের এবার প্রকাশ্যে মারধর করার অভিযোগ উঠল আইএসএফ কর্মীদের বিরুদ্ধে | তৃণমূল সূত্রে খবর, রবিবার বুধখালি গ্রামপঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান খতিব সরদার ও তার অনুগামীরা ম্যানগ্রোভ প্ল্যান্টেশনের জন্য জমি চিহ্নিত করতে যাচ্ছিলেন | অভিযোগ এমন সময় রাস্তাতেই ২০ থেকে ২৫ জনের একটি দুষ্কৃতীর দল লোহার রড, বাঁশ, লাঠি নিয়ে মারধর করে তাদের বলে অভিযোগ | মারধর হামলার ঘটনায় অন্তত তৃণমূলের ৬ জন কর্মী আহত হন বলে অভিযোগ | সকলেই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন | আক্রান্ত উপপ্রধানের অভিযোগ, আক্রান্ত উপপ্রধান খতিব সর্দারের কথায়, “আমরা প্ল্যান্টেশনের কাজে যাচ্ছিলাম | তখন হঠাৎ করে আইএসএফের লোকেরা হামলা করে | আমার মাথায় লাঠি দিয়ে মারে|আমার সঙ্গীদের মারা হয় | আইএসএফের নেতারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা করেছে |” তৃণমূল বিধায়ক পরেশরাম দাস বলেন, “আমরা খোঁজখবর চালাচ্ছি | আইএসএফ এই হামলায় জড়িত | আমরা খোঁজখবর নিচ্ছি | কে বা কারা এই কাজটা করেছে |”যদিও, এই ঘটনায় আইএসএফের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি | প্রসঙ্গত, নির্বাচনের সময় থেকেই আব্বাস সিদ্দিকীর দল আইএসএফের সঙ্গে তৃণমূলের বিরোধ অব্যাহত|