প্রসেনজিৎ ধর, কলকাতা :-আগামী ২ জুলাই বাজেট অধিবেশনের পর্ব দিয়ে ফের বসছে বিধানসভা | তার আগেই আজ সর্বদল বৈঠক ডেকেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় |আর এই বৈঠকে ডাক পাননি সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি | তাঁর দল থেকে একটি মাত্র আসন বিধানসভা নির্বাচনে জিতেছে | সোমবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় | কিন্তু সেই বৈঠকে ডাক পাননি ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি বলে অভিযোগ তাঁর | এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা| এই বিষয়ে ক্ষুব্ধ ভাঙড়ের বিধায়ক নওশাদ জানিয়েছেন, ‘আমার কাছে আজকের সর্বদল বৈঠক নিয়ে কোনও তথ্যই ছিল না| আমায় ফোন বা মেইল করে কিংবা কোনওভাবেই আমন্ত্রণ জানানো হয়নি | তাই উপস্থিত থাকার প্রশ্ন আসছে না | কিন্তু, এমনটা কেন হল তা নিয়েই প্রশ্ন | আমরা মাননীয় স্পিকার মহাশয়ের কাছে চিঠি দিয়ে পুরো বিষয়টা জানতে চাইব ‘ যদিও বিশেষজ্ঞদের দাবি, রাজনৈতিক দলগুলির সমানুপাতিক প্রতিনিধিত্বের হারে আমন্ত্রণ জানানো হয় সর্বদল বৈঠকে | তাই প্রশ্ন উঠছে সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক হওয়ার জন্যই ডাক পাননি নওশাদ | তাহলে কালিম্পং-এর নির্দলের বিধায়ক রুডেন লেপচা কীভাবে বৈঠকে হাজির থাকছেন? যদিও এই বিষয়ে বিধানসভার তরফে কিছুই জানানো হয়নি | প্রসঙ্গত, একুশের নির্বাচনে আইএসএফ–এর সঙ্গে জোট করে প্রতিদ্বন্দ্বিতা করেছিল বাম–কংগ্রেস| কিন্তু তারা একটিও আসন পাননি। বরং আইএসএফ একটি আসন পায় ভাঙড় থেকে |