নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই সোমবার নারদ মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের হলফনামা জমা নিল কলকাতা হাইকোর্ট |মঙ্গলবার ফের এই মামলার শুনানি | এই মামলায় মমতা ও মলয়কে সিবিআই পক্ষ করায় তাঁদের হলফনামা দিতে বলেছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চ | কিন্তু সময়মতো হলফনামা জমা না দেওয়ায় হলফনামা নিতে অস্বীকার করে হাইকোর্ট | এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মমতা ও মলয় | ২৮ জুনের মধ্যে দুজনকে হাইকোর্টে হলফনামা জমা দিতে হবে বলে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত | সেই নির্দেশ মেনে সোমবার হলফনামা জমা দিয়েছেন ২ জনই | হলফনামা জমা নিয়েছে আদালত | প্রসঙ্গত,নারদ-মামলায় ফিরহাদ হাকিম-সহ ৪ অভিযুক্ত নেতামন্ত্রীর গ্রেফতারির পর ১৭ মে নিজাম প্যালেসে সিবিআই দফতরের সামনে ধর্না দিয়েছিলেন মমতা বন্দোপাধ্যায় | ঠায় ৬ ঘণ্টা বসেছিলেন সিবিআইয়ের এডিজির দফতরের সামনে | ওইদিন অভিযুক্তদের জামিনের শুনানির সময় আদালত চত্বরে হাজির হন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক | এরপর দুজনকেই মামলায় পক্ষ করে সিবিআই | মামলার সঙ্গে প্রত্যক্ষভাবে যোগ না থাকলেও তাঁদের পক্ষ করে তদন্তকারী সংস্থা | গত ৯ জুন নারদ মামলার শুনানি চলাকালীন হলফনামা জমা দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন মমতার আইনজীবী রাকেশ দ্বিবেদী | শুধু মমতা ও মলয় নন, রাজ্যের তরফে হলফনামা জমা দিতে চেয়েছিলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তও | কিন্তু আদালত তা খারিজ করে দেয় | শুনানির মাঝে মমতা হলফনামা জমা দিলে তা নিয়েই আলোচনার অভিমুখ ঘুরে যাবে, এই যুক্তিতে হলফনামা জমা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় |
এরপরই হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন মমতা | শুক্রবার শীর্ষ আদালত সেই হলফনামা জমা নিতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টকে | এই মামলার পরবর্তী শুনানি আগামীকাল | তবে হাইকোর্টে হলফনামা জমা দেওয়ার আগে সেই কপি দিতে হয়েছে সিবিআইয়ের কাছেও |