Breaking News

বর্ষার মুখে বিপন্ন নদী বাঁধ!মহানন্দা নদী বাঁধের পরিস্থিতি পরিদর্শন সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন

অভিষেক সাহা, মালদহ :- অতিভারী বৃষ্টির জেরে উত্তরের সমস্ত নদী গুলি ফুলে-ফেঁপে উঠেছে | জলস্তর বেড়েছে মহানন্দারও | আর এতেই মহানন্দার নদী বাঁধে ফাটল | আতঙ্কে ঘুম উড়েছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের | আজ মহানন্দা নদী বাঁধের পরিস্থিতি পরিদর্শনে করলেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন | প্রতিবছর বর্ষার সময় ২০১৭ সালের ভয়াবহ স্মৃতির কথা মনে করিয়ে দেয় গ্রামবাসীদের | সোমবার দুপুরে চাঁচলের মালতিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রহিম বক্সীকে সঙ্গে নিয়ে মহানন্দা নদীর বিভিন্ন এলাকার বাঁধের কী অবস্থা রয়েছে,সেইসব পরিস্থিতি পরিদর্শন করেন মন্ত্রী | দীর্ঘদিন ধরে চাঁচল ২ ব্লকের অন্তর্গত মালতিপুর বিধানসভা কেন্দ্রের বেশ কিছু এলাকায় নদী বাঁধের সংস্কার এবং মেরামতির কাজ হয়নি এমন দাবি করেছেন এলাকার মানুষ | সেই পরিস্থিতির কথা শোনার পরই মন্ত্রী এদিন জানিয়েছেন, মালতিপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে যে সব এলাকায় নদীর বাঁধের দুর্বল অবস্থা রয়েছে দ্রুত সেগুলো মেরামতি করা হবে |

ইতিমধ্যে এলাকার বাঁধ সংস্কারের জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন | মন্ত্রীর এই কথা শুনে খুশি প্রকাশ করেছেন মহানন্দা নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা|পাশাপাশি এদিন মহারাজপুর এলাকার মহানন্দা নদীর একটি ক্যানেলো পরিদর্শন করেন মন্ত্রী | ওই ক্যানেলটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে বলেও মন্ত্রীর সামনে স্থানীয় বাসিন্দারা জানান এবং দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন মন্ত্রী| এছাড়াও এদিন পীরগঞ্জ , যদুপুর , চন্দ্রপাড়া সুজাপুর, মহারাজপুর এলাকার মহানন্দা নদীর ভাঙ্গন এবং বাঁধের পরিস্থিতি তদারকি করেন মন্ত্রী | মহানন্দা নদীর এই পরিস্থিতি খতিয়ে দেখার পর এদিন দুপুরে রতুয়া ২ ব্লকের সুলতানগঞ্জ হাইস্কুলে তৃণমূল নেতৃত্বের সাথে সভা করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন | সার্বিকভাবে এলাকার মানুষের সমস্যার সমাধান ও ভাঙ্গন রোধ করার জন্য দ্রুত কাজ করা হবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *