নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- নবান্নের সাংবাদিক বৈঠকে কার্যত বিস্ফোরণ ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | দাবি করলেন দেশ বিখ্যাত হাওয়ালা কাণ্ডের চার্জশিটে নাম ছিল বাংলার বর্তমান রাজ্যপাল জগদীপ ধনখড়ের | তাই এই রাজ্যপাল শুধুই দুর্নীতিগ্রস্থ নন, তাঁর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, এমনটাই অভিমত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের | এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে বলেন, ‘রাজ্যপাল এখন কেন উত্তরবঙ্গে গেলেন? আমি এমন রাজ্যপাল আগে কখনও দেখিনি | ওনার বিরুদ্ধেই আগে তদন্ত করা উচিত | কারণ তিনি দুর্নীতিগ্রস্ত |আমি ইতিমধ্যেই তাঁকে সরানোর জন্য তিনটি চিঠি লিখেছি ১৯৯৬ সালের হাওয়ালা জৈন কাণ্ডের চার্জশিটে তাঁর নাম রয়েছে | চার্জশিটে নাম ছিল কিনা প্রকাশ করুন |’এদিন তিনি আরও অভিযোগ করেন, জিটিএ নিয়ে তদন্তের আগে রাজ্যপালের সফরের তদন্ত হওয়া উচিত | কাদের নিয়ে গিয়েছে, কত টাকা খরচ হয়েছে, সব তদন্ত হওয়া উচিত। দার্জিলিংয়ের উপর এত রাগ কেন? যা ইচ্ছে তাই করবেন, মেনে নেব না | উত্তরবঙ্গকে অশান্ত করতে জেনে বুঝে দার্জিলিংয়ে গিয়েছেন রাজ্যপাল | শুধু বিজেপির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন রাজ্যপাল | উত্তরবঙ্গকে ভাগের চক্রান্ত চলছে, এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন রাজ্যপাল | আজই রাজ্যপাল সাপ্তাহিক সফর শেষ করে পাহাড় থেকে কলকাতায় ফিরেছেন | তবে কলকাতায় ফেরার আগে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের অভিযোগ করেন, জিটিএ যে উদ্দেশ্যে তৈরি হযেছিল তা বাস্তবায়িত হয়নি তাছাড়া এখানে ২০১৭ সাল থেকে অডিট হয়নি| সিএজি বা ক্যাগকে দিয়ে অডিট করালেই সত্য বেরিয়ে আসবে | আর তারপরেই কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রীর তোপের মুখ পড়লেন রাজ্যপাল জগদীপ ধনখড় | এবার স্বয়ং মুখ্যমন্ত্রী তোপ দাগায় নবান্ন-রাজভবন সংঘাত চরমে উঠল বলে মনে করছে রাজনৈতিক মহল |