Breaking News

রাজ্যে ‘ভোট পরবর্তী হিংসা’ নিয়ে কলকাতা হাইকোর্টে জমা পড়ল কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট, পরবর্তী শুনানি ২ জুলাই!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগে দায়ের জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্টে প্রাথমিক রিপোর্ট জমা দিল জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ দল | প্রায় ১ সপ্তাহ ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্তদের সঙ্গে কথা বলে এই রিপোর্ট পেশ করেছে তারা | বুধবার সিলবন্ধ খামে কলকাতা হাইকোর্টের ৫ সদস্যের বৃহত্তর বেঞ্চে রিপোর্ট পেশ করেন মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা |২ জুলাই মামলার পরবর্তী শুনানি|পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল | সেই মামলার শুনানিতে রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে জাতীয় মানবাধিকার কমিশনকে নির্দেশ দেয় আদালত | নির্দেশ পেয়ে রাজ্যে আসেন মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা |কয়েকটি দলে ভাগ হয়ে কাকদ্বীপ থেকে কোচবিহার পর্যন্ত আক্রান্তদের সঙ্গে কথা বলেন তাঁরা |তারপর আদালতের নির্দেশ মেনে বুধবার রিপোর্ট পেশ করল তারা |আদালতের তরফে জানানো হয়েছে, মামলার পরবর্তী শুনানি ২ জুলাই | রাজ্যে ভোট পরবর্তী অশান্তি মামলায় বুধবার হাইকোর্টের শুনানিতে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলেন জাতীয় মানবাধিকার কমিশনের আইনজীবী | তিনি বলেন, ‘যাদবপুরে ভোট পরবর্তী হিংসার অভিযোগে তদন্তে গিয়েছে বাঁধার মুখে পড়েন কমিশনের সদস্যরা| তাঁদের উপর হামলা হয় | এটা আদালত অবমাননার সামিল |’ যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পাল্টা সওয়াল,’কোনও অভিযোগ দায়ের হয়নি | কমিশনের সদস্যদের প্রয়োজনমতো সবকিছুরই ব্যবস্থা করেছে সরকার |’ শুনানিতে উত্থাপন করলেও ওই বিষয়টি রিপোর্টে উল্লেখ করা হয়েছে কি না তা অবশ্য জানা যায়নি | হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ জানিয়েছে, এই রিপোর্ট এখনই প্রচার করা হবে না | ২ জুলাই মামলার পরবর্তী শুনানি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *