দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে আরও দুটি ক্যানসার হাসপাতাল তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| রাজ্যে ক্যানসারে আক্রান্ত হয়ে সুচিকিৎসা প্রায় পাওয়াই যায় না | রয়েছে হাতেগোনা কিছু বেসরকারি হাসপাতাল, যার খরচ অনেক | পশ্চিমবঙ্গ থেকে মুম্বইতে টাটার ক্যানসার হাসপাতালে যান ২৫ শতাংশ ক্যানসার রুগী | তাদের যাতায়াত করা কিংবা ট্রিটমেন্ট করা অনেকটাই খরচ সাপেক্ষ হয়ে যায় | তাই সেই চিন্তা দূর করতে ও সুচিকিৎসার জন্য রাজ্যেই দুটি নতুন ক্যানসার হাসপাতাল গড়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী | এদিন নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন,”টাটা মেমোরিয়ালের সঙ্গে চুক্তি করে রাজ্যে গড়ে তোলা হবে আরও দুই ক্যানসার হাসপাতাল | যেখানে শুধুমাত্রই দুরারোগ্য ক্যানসারের চিকিৎসা হবে| বাংলার কাউকে আর বাইরে যেতে হবে না | এখানেও ক্যানসারের ভালো চিকিৎসা হবে| একটি হবে এসএসকেএমের ভিতরে আর একটি হবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে | রাজ্য সরকার ও টাটা মেমোরিয়ালের সঙ্গে যৌথভাবে বানানো হবে এই হাসপাতাল | চিকিৎসার মান উন্নত হলেও খরচ খুবই কম হবে বলে জানিয়েছেন তিনি |” প্রসঙ্গত, ক্যানসার চিকিৎসায় টাটা মেমোরিয়ালের সুনাম অনেকদিনের | রাজ্যে ইতিমধ্যে টাটার একটি ক্যানসার হাসপাতাল রয়েছে রাজারহাটে | এদিন ভ্যাকসিন নিয়ে কেন্দ্র রাজনীতি করছে বলেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী | রাজ্যে এখনও পর্যন্ত ২ কোটির বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী | কিন্তু কেন্দ্র টিকা দেবে বলেও দেরী করছে বলে অভিযোগ মমতার |