প্রসেনজিৎ ধর, কলকাতা :- বাংলায় লোকাল ট্রেন চালু করার আবেদন জানিয়ে এবার রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি দিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত | লোকাল ট্রেন চালু করার আর্জি জানিয়ে রেলমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেছেন তিনি | এর আগে বিজেপির আরেক সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও লোকাল ট্রেন খোলার দাবিতে সরব হয়েছিলেন | এবার আরেক বিজেপি সাংসদকে চিঠি লিখে দরবার করতে দেখা গেল |বিধিনিষেধ ১ জুলাই থেকে শিথিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |বাস-অটো চালু হয়েছে | লোকাল এবং মেট্রো এখনও চলছে না | ইতিমধ্যেই লোকাল ট্রেন চালানোর দাবি করেছেন দিলীপ, লকেটরা| এবার রেলমন্ত্রীকে একই মর্মে চিঠিতে রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত লেখেন ‘পশ্চিমবঙ্গে খামখেয়ালি লকডাউন চলছে | বাস চলছে অথচ লোকাল ট্রেন ও কলকাতা মেট্রো বন্ধ | যাত্রীরা নিদারুণ কষ্টের সম্মুখীন এবং উপার্জনশূন্য |’
তিনি আরও লিখেছেন,’কোভিড-১৯ অতিমারির কারণে এপ্রিলের শেষ সপ্তাহ থেকে লকডাউন চলছে বাংলায়| ফলত বন্ধ করে দেওয়া হয় লোকাল ট্রেন এবং কলকাতা মেট্রো পরিষেবা | গত ১৫ দিন ধরে লকডাউন শিথিল করা হয়েছে | খুলেছে জিম, রেস্তোরাঁ | বাস পরিষেবাও শুরু হয়েছে| দুর্ভাগ্যজনকভাবে বন্ধ রয়েছে লোকাল এবং মেট্রো | এর ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ | বাসে প্রচুর ভিড় হচ্ছে| এতে অতিমারি নিয়ন্ত্রণে থাকবে না | বাংলার মানুষের স্বার্থে আপনাকে আবেদন করছি, পশ্চিমবঙ্গ সরকারকে পরিষেবা চালু করার কথা জানাক পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেল | স্বাভাবিকভাবে স্বাস্থ্য সংক্রান্ত বিধিও মানতে হবে |রেলমন্ত্রী হিসেবে এবং ব্যক্তিগতভাবে আপনি বিষয়টি দেখুন | আমার বিশ্বাস, আপনার পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন বাংলার মানুষও |’স্বপন দাশগুপ্তের এই চিঠিতে রেল পরিষেবা নিয়ে কেন্দ্র-রা্জ্য সংঘাত আরও প্রকট হল | একদিকে যখন রাজ্য রেল চালু করতে চাইছে না, তখন সরাসরি রেলমন্ত্রীকে চিঠি পাঠিয়ে বিজেপি সংঘাত আরও বাড়াল বলেই মনে করছে রাজনৈতিক মহল |