নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের নিরাপত্তারক্ষীকে নিয়ে বৃহস্পতিবারই চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে | সেই নিরাপত্তারক্ষীকে এবার গ্রেফতার করল পুলিশ | ধৃতের নাম অরবিন্দ বৈদ্য | তাঁকে গ্রেফতার করে স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম| বৃহস্পতিবার মধ্যরাতে সোনারপুর থেকে গ্রেফতার করা হয়েছে তাকে| দেবাঞ্জনের জালিয়াতির সঙ্গে অরবিন্দ যুক্ত ছিল বলে অনুমান তদন্তকারীদের | সূত্রের খবর, প্রতারণা চক্রের সঙ্গে তারও প্রত্যক্ষভাবে যোগ ছিল বলে ইতিমধ্যেই জানতে পেরেছেন তদন্তকারীরা| এমনকী, সোনারপুরেও একটি ভুয়ো টিকাকরণ শিবির করতে দেবাঞ্জন কে অনুরোধ করেছিলেন অরবিন্দ |প্রাক্তন বিএসএফ কর্মী অরবিন্দ | অবসর নেওয়ার পরে তিনি নিরাপত্তারক্ষী হিসেবে কাজ শুরু করেন | রাজ্য সরকারের নিয়োগপত্র জাল করেই নাকি তাকে কাজে নিয়োগ করেছিল দেবাঞ্জন | প্রথমে না বুঝলেও, দীর্ঘদিন দেবাঞ্জনের সঙ্গে থেকে সে বুঝতে পেরেছিলেন যে দেবাঞ্জন ভুয়ো আইএএস | অভিযোগ, সব জেনেও দেবাঞ্জনকে নানাভাবে নানা সময় সাহায্য করে গিয়েছেন অরবিন্দ | এদিকে, বৃহস্পতিবারই তৃণমূল ভবনের সাংবাদিক সম্মেলন থেকে একাধিক ছবি প্রকাশ করেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় |
যেখানে দেখা গিয়েছে, দেবাঞ্জন দেবের দেহরক্ষী রাজভবনে রাজ্যপালের পরিবারের সঙ্গে ছবি তুলেছেন | দেবাঞ্জন দেবের দেহরক্ষী ছিলেন অরবিন্দ বৈদ্য, প্রাক্তন বিএসএফ জওয়ান | যাঁর সঙ্গে দেবাঞ্জনের একাধিক ছবি রয়েছে | আবার সেই অরবিন্দের সঙ্গে ছবি রয়েছে রাজ্যপাল জগদীপ ধনকড়েরও| রাজ্যপালের পরিবারের সঙ্গেও অরবিন্দের ছবি রয়েছে | এদিন সেই সমস্ত ছবি প্রকাশ্যে আনেন সাংসদ | পাশাপাশি অভিযোগ তুললেন, দেহরক্ষীর হাত দিয়ে বিশেষ খাম রাজ্যপালের কাছে পৌঁছে যেত | সন্ধ্যায় সংসদের এমন অভিযোগের পর গভীর রাতে সোনারপুর থেকে গ্রেফতার করা হল অরবিন্দকে |পুলিশের ধারণা ধৃতকে জিজ্ঞাসাবাদ করলেই দেবাঞ্জনকাণ্ডের রহস্যভেদ করা সম্ভব হবে | অন্যদিকে, অরবিন্দকে নিয়ে কসবার ভুয়ো টিকা কাণ্ডের সঙ্গে জড়িত মোট ৮ জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হল |