Breaking News

‘শালীন’ পোশাক পড়ার নির্দেশ দিয়ে পোশাক ফতোয়া জারি পুরসভার !রাজপুর সোনারপুর পুরসভায় টাঙানো হল নোটিশ

বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- ‘শালীন’ পোশাক পরে পুরসভায় ঢুকতে নোটিশ দিলেন রাজপুর-সোনারপুর পুর কর্তৃপক্ষ | রাজপুর সোনারপুর পুরসভায় টাঙানো হল নোটিশ | এই নোটিশ নিয়েই শুরু হয়েছে বিতর্ক | প্রশ্ন উঠছে পুরসভার পোশাক ফতোয়া জারি করা নিয়েও | দক্ষিণ ২৪ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার মূল দরজায় টাঙানো হল নোটিশ | নোটিশে উল্লেখ করা রয়েছে, “অশোভনীয় বা দৃষ্টিকটু পোশাক পরে পৌরসভায় প্রবেশ নিষিদ্ধ |” হঠাৎ এই নোটিশ টাঙানো নিয়ে প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে | সূত্রের খবর, ওই পুরসভার কার্যালয়ে সম্প্রতি বেশ কয়েকজন পুরুষ বিভিন্ন প্রয়োজনে হাফপ্যান্ট বা বার্মুন্ডা জাতীয় পোশাক পরে কার্যালয়ে আসছেন | যার ফলে অস্বস্তিতে পড়ছেন মহিলা পুরকর্মীর সঙ্গে সঙ্গে পরিষেবা নিতে আসা মহিলারাও | মহিলাদের এই অস্বস্তিকর অবস্থা থেকে রেহাই দেওয়ার জন্যই এই পদক্ষেপ নিয়েছে পুরসভা কর্তৃপক্ষ| মহিলাদের কথা চিন্তা করে এই নির্দেশিকা জারি করলেও নাগরিকদের পোশাক সম্বন্ধে ফতোয়া জারি করার অধিকার পুরসভার আছে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন | এই বিষয়ে দক্ষিণ ২৪ পরগণার বিজেপি সভাপতি সুনীপ দাস বলেন, “পুর কর্তৃপক্ষ এইভাবে পোশাক নিয়ে ফতোয়া জারি করতে পারে না| তালিবানিরা এইভাবে ফতোয়া দেয় | বরং পুরসভা নিজের কাজটা ঠিক করে করুক | মানুষের পোশাক নিয়ে না ভেবে বরং নিকাশি পরিষেবা, এলাকার উন্নয়ন কিভাবে করা যায় সেদিকে নজর দিক |” বিরোধী শিবিরের মন্তব্যের কড়া সমালোচনা করেন রাজপুর-সোনারপুর পুরসভার প্রশাসক পল্লব দাস | তিনি বলেন, “এমন পোশাক পরে না আসাই উচিত যা দৃষ্টিকটু | আগামীদিনে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য রাজপুর সোনারপুর বাজার অফিস এই উদ্যোগ নিয়েছে |” এই উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *