নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- কলকাতা মেডিক্যাল কলেজে টসিলিজুমাব ইঞ্জেকশন উধাও হওয়ার ঘটনায় এবার পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট | এই ঘটনায় এবার রাজ্যের কাছ থেকে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট | আগামী ৮ জুলাইয়ের মধ্যে হলফনামা তলব করেছে হাইকোর্ট | কয়েকদিন আগে কলকাতা মেডিক্যাল কলেজ থেকে উধাও হয়ে যায় ২৬টি জীবনদায়ী ইঞ্জেকশন| যেগুলি করোনাভাইরাসের চিকিৎসায় ব্যবহার হয় | আর উধাও হয়ে যাওয়া ইঞ্জেকশনগুলির মূল্য প্রায় ১০ লাখ টাকা | সঙ্গে সঙ্গে অভিযোগ ওঠে এক প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে| কীভাবে ইঞ্জেকশন চুরি যাওয়া সম্ভব? তাও আবার হাসপাতালের ভেতর থেকে তা নিয়ে উঠছে প্রশ্ন | অভিযোগ, এই ঘটনার পেছনে একটা চক্র কাজ করেছিল | এই ঘটনার তদন্তের জন্য তৈরি হয়েছে একটি উচ্চপর্যায়ের কমিটি | যদিও হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, স্পেসিমেন এক্সামিনেশন ফর্ম অর্থাৎ বিশেষ ফর্ম ছাড়া এই ইঞ্জেকশন পাওয়া সম্ভব নয় | সেক্ষেত্রে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে | এই পরিস্থিতিতে একটি অডিও ক্লিপও প্রকাশ্যে আসে | এ নিয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয় | শুক্রবার তার শুনানি চলাকালীন মামলাকারী ব্যক্তির আইনজীবী বলেন, ‘‘অভিযুক্ত দুই চিকিৎসকের মধ্যে এক জনকে বদলি করেই ক্ষান্ত হয়েছে রাজ্য | আর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি |’’ এর পরেই গোটা ঘটনায় রাজ্যের কাছে হলফনামা চায় কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চ | আগামী ৮ জুলাই এই মামলার পরবর্তী শুনানি |