পার্থ মুখার্জী :- গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক সভা করে চলেছেন শুভেন্দু অধিকারী | এরই মধ্যে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করে প্রার্থী হওয়ার ঘোষণা নতুন মাত্রা যোগ হয়েছে রাজ্য রাজনীতিতে | চ্যালেঞ্জ যে তিনি নিতে প্রস্তুত সেই ইঙ্গিত দিয়েছেন শুভেন্দুও | এর মাঝেই দলবদলের পর কেশপুরে প্রথম জনসভা করলেন শুভেন্দু অধিকারী | তৃণমূলনেত্রী পুরুলিয়ায় বলেছিলেন, পচা জিনিস দল থেকে বেরিয়ে গেছে। সেই কথা নিয়েই এদিন শুভেন্দুর কটাক্ষ “পচা জিনিস বেরিয়ে গেলে পায়ে এত কাঁটা ফুটছে কেন? গত ১০ বছরে কেশপুরে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে কটাক্ষ করেছেন নন্দীগ্রামের ভূমিপুত্র |
কেশপুরের জনসভায় এদিন শুভেন্দু বলেন, ‘তৃণমূল প্রাইভেট কোম্পানি শিল্পকে শেষ করে দিয়েছে বাংলায় ‘| তৃণমূল পড়ুয়াদের দেওয়া জুতো, স্কুল ড্রেসেও কমিশন খাচ্ছে” বলেও এদিন অভিযোগ করেন শুভেন্দু | আরও বলেন, “এখানে অনেকেই আছেন, যারা সিপিএম করেন। তাঁরা করুন তাঁদের দল। কিন্তু বিধানসভায় ভোট দিন বিজেপিকে। তাহলেই ন্যায় পাবেন, বিধানসভা ভোটের পর কংগ্রেস-সিপিএম করুন। এখন বিজেপি করতে হবে। আমরাই পারব তৃণমূলকে সরাতে।” যতই শুভেন্দুবাবু বিজেপিকে জেতাতে বাম কংগ্রেসকে তোষামোদ করুন না কেন রাজ্যে কংগ্রেস ও বাম নেতৃত্ব তাতে ভুলছেন না বলে মত রাজনৈতিক মহলের |
Hindustan TV Bangla Bengali News Portal