Breaking News

অযোধ্যায় রাম মন্দির নির্মাণ প্রকল্পে বিশ্ব হিন্দু পরিষদের হাতে মোটা অর্থের চেক তুলে দিলেন রাজ্যপাল জাগদীপ ধনকর!

নিজস্ব সংবাদদাতা :- অযোধ্যায় রাম মন্দির নির্মাণ প্রকল্পে সারাদেশে অর্থ সংগ্রহে নেমেছে বিশ্ব হিন্দু পরিষদ। ইতিমধ্যেই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করছে পরিষদের একাধিক সদস্য। প্রত্যেকটি রাজ্যের মতো কলকাতার রাজপথেও অর্থ সংগ্রহ করতে বেরিয়ে পড়েছে বিশ্ব হিন্দু পরিষদ। এমনকি অর্থ সংগ্রহের জন্য আজই পশ্চিমবঙ্গে এসেছে বিশ্ব হিন্দু পরিষদের একটি বিশেষ প্রতিনিধি দল। অযোধ্যা রাম মন্দির নির্মাণ প্রকল্পের জন্য রাজ্যপাল জগদীপ ধনকর ৫০০০০১ টাকা অনুদানও দিয়েছেন।

গত ১৫ জানুয়ারি থেকে অনুদান সংগ্রহের এই কর্মসূচি শুরু হয়েছে, যা চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। অযোধ্যায় রাম মন্দির গঠনে ৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আশা করা হচ্ছে ২০২৪ সালের আগেই মন্দির পুরোপুরিভাবে নির্মাণ হয়ে যাবে। যদিও সূত্রের খবর ভূমিকম্প এবং অন্যান্য আরো প্রাকৃতিক বিপর্যয় থেকে সুরক্ষিত রাখার জন্য এই মন্দিরে ব্যবহার করা হবে বেশ কিছু আধুনিক পদ্ধতি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *