প্রসেনজিৎ ধর, কলকাতা :- এ এক অভিনব প্রতিবাদ | শনিবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে একই সঙ্গে দক্ষিণ কলকাতার ১০টি গুরুত্বপূর্ণ জায়গায় জাল ভ্যাকসিন কাণ্ডের পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি যুব মোর্চার কর্মীরা | তবে কোথাও দলবল নিয়ে নয়, হাতে গোনা কয়েকজন কর্মী মিলেই এই বিক্ষোভ দেখানো হয়েছে | আর এই বিক্ষোভকেই এখন বিজেপি তুলে ধরছে ‘গেরিলা কায়দায় বিক্ষোভ’ বলে| লকডাউন পরিস্থিতির মধ্যেই শনিবার কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাল বিজেপি | বিজেপির দক্ষিণ কলকাতা জেলা যুব মোর্চার পক্ষেই এদিনের এই বিক্ষোভ কর্মসূচি হয় |
যুব মোর্চার দক্ষিণ কলকাতার সভাপতি মুকুন্দ ঝাঁ এদিন জানিয়েছেন, ‘পুলিশের অনুমতি নিয়ে এই কর্মসূচি করা সম্ভব ছিল না | এখন রাজ্য সরকারে বিধি অনুযায়ী ৫০ জনের বেশি মানুষের জমায়েত সম্ভব নয় | কিন্তু আমরা খুব কম সংখ্যায় ছিলাম | তাতেও আমরা অনুমতি পেতাম না | সেই কারণেই এই ভাবে আচমকা বিক্ষোভের পরিকল্পনা করা হয় |’ পুলিশের কোনও অনুমতি ছাড়া সেই বিক্ষোভ দেখানো হলেও কোভিড নিয়ম মেনেই বিক্ষোভ দেখানোয় যুব মোর্চার কর্মীদের কোথাও কোনও পুলিশের বাধার মুখে পড়তে হয়নি | কার্যত শুক্রবার রাজ্যের বিধানসভায় যেভাবে আচমকা বিক্ষোভ দেখিয়েছিলেন বিজেপির বিধায়কেরা সেটাই দেখা গেল এদিনকে | শনিবার দুপুরে শহরের আলিপুর চিড়িয়াখানা, জাতীয় গ্রন্থাগার, কালীঘাট মন্দির থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল সহ মোট ১০টি জায়গায় বিক্ষোভ দেখাল বিজেপি যুব মোর্চার কর্মীরা| বিক্ষোভকারীদের হাতে ছিল জাল ভ্যাকসিন কাণ্ড নিয়ে পোস্টার | সেই সঙ্গে এই বিষয়ে বাংলার বিদ্বজ্জনরা কেন চুপ, তা নিয়েও পোস্টার দেখা গিয়েছে এদিনের বিক্ষোভে | শনিবার কলকাতায় যেভাবে বিক্ষোভ কর্মসূচি হয়েছে তা আরও হবে বলেই বিজেপি সূত্রে খবর |