দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের একবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবিতে সরব হলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ | সুদীপ্ত সেনের একটি চিঠি টুইট করে তাঁর দাবি, শুভেন্দুকে গ্রেফতার করুক সিবিআই | শনিবার কুণাল টুইটারে সুদীপ্ত সেনের যে চিঠি সামনে তুলে ধরেছেন তাতে কুণাল লিখেছেন, ‘সারদার মালিক সুদীপ্ত সেনের বক্তব্য: তাঁর অভিযোগ, শুভেন্দু এবং তাঁর সহযোগী রাখাল, যিনি বর্তমানে জেল হেফাজতে রয়েছেন, বিপুল টাকা নিয়েছিলেন | পুলিশ, ইডি এবং সিবিআই-এর উচিত রাখালকে জেরা করা | তদন্তের স্বার্থে প্রভাবশালী শুভেন্দুকে অবশ্যই গ্রেফতার করতে হবে |’টুইটারে কুণাল এটাও জানিয়েছেন, আদালত থেকে পাওয়া সুদীপ্ত সেনের চিঠির প্রতিলিপির ভিত্তিতে তিনি এদিন এই অভিযোগ তুলেছেন এবং শুভেন্দুর গ্রেফতারির দাবি জানাচ্ছেন | প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে প্রেসিডেন্সি জেল থেকে সারদা কর্তা ওই চিঠি লিখেছিলেন বলে দাবি| রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী এবং সিবিআই ডিরেক্টরের উদ্দেশে লেখা ওই চিঠিতে সুদীপ্ত বিজেপি, তৃণমূল, কংগ্রেস এবং সিপিএমের শীর্ষ স্তরের কয়েক জন নেতার বিরুদ্ধে তাঁর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ তুলেছিলেন | এখন কুণালের দাবি, শুভেন্দু এবং তাঁর ঘনিষ্ঠ রাখাল বেরা বহু টাকা নিয়েছেন সূদীপ্তের থেকে | সুদীপ্ত সেনের সেই চিঠি সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে আদালত | সম্প্রতি চাকরির নামে প্রতারণার অভিযোগে শুভেন্দুঘনিষ্ঠ রাখাল বেরাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ| তাঁর বিরুদ্ধে প্রতারণার একাধিক ধারায় মামলা করা হয়েছে | তবে বিজেপির দাবি, শুভেন্দুর ওপর প্রতিহিংসা চরিতার্থ করতে গ্রেফতার করা হয়েছে রাখালবাবুকে |