নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা :- আগুনে ভস্মীভূত সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্রর অনুষ্ঠান মঞ্চ | সকালে বিধায়কের অনুষ্ঠান, গভীর রাতে ভষ্মীভূত হয়ে গেল মঞ্চ | ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল সোনারপুরে| আর পিছনে কী অন্তর্ঘাত? তদন্তে নেমেছে পুলিশ | তবে রবিবার সকালে পোড়া মঞ্চের পাশে দাঁড়িয়েই খাদ্য-বস্ত্র বিতরণ করছেন বিধায়ক | সোনারপুরে রবিবার সকাল দশটা নাগাদ ব্লু স্কাই মাঠে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্রের উদ্যোগে শিশুদের পুষ্টিকর খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল | তার আগেই শনিবার গভীর রাতে আগুন লেগে যায় অনুষ্ঠানের মঞ্চে | বিষয়টি নজরে আসে পুলিশের টহলদারি ভ্যানের | পুলিশ কর্মীরাই আগুন নেভান |
আয়োজকদের বক্তব্য, বিধায়কের অনুষ্ঠান বানচাল করতেই এই কাজ পরিকল্পনা করেই করা হয়েছে | ঘটনায় ইতিমধ্যে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে | ঘটনার তদন্তে নেমে কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ | তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এলাকার নানা সামাজিক অনুষ্ঠানে যুক্ত হচ্ছেন বিধায়ক লাভলি মৈত্র | দিনদিন তাঁর জনপ্রিয়তা বাড়ছে| সেক্ষেত্রে সেটাই বিরোধীদের ক্ষোভের কারণ হয়ে থাকতে পারে | সে কারণেই আগুন বলে অভিযোগ আয়োজকদের| এই ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা | অনুষ্ঠান মঞ্চে আগুন লাগানোর ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে | যদিও এই ঘটনাটিকে দলীয় অন্তর্ঘাত বলেই ব্যাখ্যা করছে গেরুয়া শিবির | তবে এসবের মধ্যে লক্ষ্যণীয় ব্যাপার হল, মঞ্চ পুড়ে গেলেও, পরিকল্পিত সব অনুষ্ঠান বাতিল হলেও, দুঃস্থ শিশুদের সাহায্য থেকে পিছপা হননি বিধায়ক পোড়া মঞ্চের পাশে দাঁড়িয়েই খাদ্য-বস্ত্র বিতরণ করছেন তিনি| বিধায়ক লাভলি মৈত্র বলেছেন,“কারা করেছে, পুলিশ খুঁজে বার করবে | আমার প্রশাসনের ওপর ভরসা আছে | আমি এখানে আসার পর অনেকের অপকর্ম করতে সমস্যা হচ্ছে | সেই কারণেই এই ঘটনা | তবে পুলিশ তাদের খুঁজে বার করবে|”