নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- এক রাতে শহরে পৃথক তিনটি দুর্ঘটনায় পথ দুর্ঘটনার বলি হলেন ৩ জন | বিধিনিষেধের মধ্যেও বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা যে কমেনি তার প্রমাণ মিলল শনিবার রাতে | শনিবার রাত ১০.৪৫ মিনিট নাগাদ দ্বিতীয় হুগলি সেতুর কলকাতামুখি লেনে একটি মোরসাইকেলে পিছন থেকে ধাক্কা মারে একটি পণ্যবোঝাই লরি | লরির ধাক্কা সামনে ছিটকে পড়েন মোটরসাইকেল আরোহী | তাঁর হেলমেট টুকরো টুকরো হয়ে যায় | তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা | মৃতের পরিচয় জানা যায়নি | লরিটিকে আটক করেছে পুলিশ | এর কিছুক্ষণ পরেই রাত ১১টা নাগাদ চিত্তরঞ্জন অ্যাভিনিউ ও বিপ্লবী বিপিন বিহারী গঙ্গোপাধ্যায় সরণির সংযোগস্থলে একটি স্কুটারকে ধাক্কা দেয় একটি লরি | তাতে স্নেহাশিস ঘোষ (২২) নামে বরাহনগরের বাসিন্দা এক যুবকের মৃত্যু হয় | লরিটিকে আটক করেছে পুলিশ | অন্যদিকে ভোর রাতে কড়েয়ার সার্কাস অ্যাভিনিউয়ে এক বৃদ্ধকে ধাক্কা মারে একটি গাড়ি | বৃদ্ধের পরিচয় জানা যায়নি | ঘাতক গাড়িটিও পলাতক | সিসিটিভি ফুটেজের সূত্র ধরে সেটিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা| চিন্তিত কলকাতা পুলিশের শীর্ষকর্তারা | যানের গতি নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপের চিন্তাভাবনা করছেন তাঁরা | করোনা সংক্রমণ রোধে যান চলাচলে বিধিনিষেধ শিথিল হতেই কলকাতায় ঘটছে একের পর এক দুর্ঘটনা |