Breaking News

রবিবার রাজ্যে ১,৩০০-র নীচে নামল দৈনিক সংক্রমণ,তবে চিন্তায় রাখছে উত্তর ২৪ পরগণা!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- করোনার দ্বিতীয় ঢেউ ক্রমশই নামছে | স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৯৭ জন | উত্তর ২৪ পরগণায় সামান্য বেড়েছে সংক্রমণ | সেখানে আক্রান্ত ১৭২ | পশ্চিম মেদিনীপুরে ১৫৬, দার্জিলিংয়ে ১২২ ও কলকাতায় ১১১ জনের দেহে সংক্রমণ মিলেছে | সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ১৫.০৫ লক্ষ| রবিবারের বুলেটিন অনুসারে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ২০ জনের | যার মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগণায় | কলকাতা ও নদিয়ায় মৃত্যু হয়েছে ৩ জন করে করোনা রোগীর | এদিন রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন ১,৭৭৭ জন|তার ফলে রাজ্যে মোট সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ১৪.৬৮ লক্ষ | রাজ্যে এদিন অ্যাক্টিভ কেস কমেছে ৫০০টি | যার ফলে মোট অ্যাক্টিভ কেস কমে হয়েছে ১৮,৭৮০ | এদিন রাজ্যে ১ এপ্রিলের পর সর্বনিম্ন স্তরে নামল সংক্রমণ | ১৩ এপ্রিলের পর সর্বনিম্ন স্তরে নামল দৈনিক মৃত্যু | অন্যদিকে উত্তরবঙ্গে উদ্বেগ বাড়িয়ে চলেছে দার্জিলিং | ওই জেলায় গত ২৪ ঘণ্টায় ১২২ জন নতুন আক্রান্তের খোঁজ মিলেছে | মৃত্যু হয়েছে ২ জনের পশ্চিমবঙ্গে এদিন পরীক্ষা হয়েছে ৫২,২২৪টি করোনার নমুনা | সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৫৭ শতাংশ। সার্বিক সংক্রমণের হার কমে হয়েছে ২.৪৮ শতাংশ|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *