প্রসেনজিৎ ধর :- অবশেষে জল্পনার অবসান করলেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকি | একুশের বিধানসভা নির্বাচনের আগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করলেন আব্বাস সিদ্দিকি | নতুন এই দলের নাম দিলেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট(আই.এস.এফ)| তাঁর ভাই নৌসাদ সিদ্দিক্কিকে দলের চেয়ারম্যান পদে বসিয়েছেন |
এদিন দলের আত্মপ্রকাশের পর আব্বাস সিদ্দিক্কি দাবি করেন, শুধু সংখ্যালঘুরাই নয়, জাতি ধর্ম নির্বিশেষে পিছিয়ে পড়া সব মানুষের হয়েই কথা বলবে তাঁর নতুন দল | তিনি আরও বলেন, “স্বাধীনতার পর থেকে ধর্মনিরেপক্ষতার নাম করে বহু রাজনৈতিক দল সামনে এসেছে | কিন্তু গুটি কয়েক মানুষ ছাড়া সবাই বঞ্চিত | সংখ্যালঘু, দলিত, আদিবাসীরা তো বটেই হিন্দু সম্প্রদায়ের বড় অংশের মানুষও পিছিয়ে আছে | শিক্ষা, স্বাস্থ্য কোনও দিক দিয়েই পরিষেবা পান না তাঁরা | জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বঞ্চিত মানুষের কণ্ঠ হয়ে ওঠাই হবে এই দলের লক্ষ্য | ” এমনকি ভবিষ্যতে ব্রিগেডেও সভা করার পরিকল্পনার কথাও এদিন জানান আব্বাস সিদ্দিকি| তবে তাঁর দল কারও সঙ্গে জোট বেঁধে বিধানসভা নির্বাচনে লড়বে কি না, সে বিষয়ে এদিন স্পষ্ট করেননি তিনি | পশ্চিমবঙ্গে সংখ্যালঘু-দলিত-আদিবাসী ভোট এতদিন মূলধারার দলগুলিই পেত, কিন্তু এই শ্রেণির মানুষের স্বার্থ রক্ষায় সব দলই ব্যর্থ হয়েছে বলেই তার নতুন দল গড়ার সিদ্ধান্ত বলে আগেই জানিয়েছিলেন আব্বাস সিদ্দিকি | প্রসঙ্গত, আসন্ন বিধানসভা নির্বাচন | সেখানে সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রায় ৩০ শতাংশ ভোট সব দলের কাছেই গুরুত্বপূর্ণ | এতদিন এই ভোটের সিংহভাগ পেয়ে এসেছে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস, কিন্তু এবার সেই ভোট ভাগাভাগি হতে চলেছে কি সেটাই এখন দেখবার বিষয় বলে মনে করছে রাজনৈতিক মহল |