নিজস্ব প্রতিবেদন :- ভোট আসতে বাকি আর এক মাস তার আগেই জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে ভোটের প্রস্তুতি। মিটিং মিছিল, দেওয়াল লিখন এর মাঝে চলছে জোর জল্পনা। এরমধ্যেই একাধিক তৃণমূল নেতা দু ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছে। কিন্তু এতো কিছুর পরেও দমেনি তৃণমূল, অন্যদিকে অবিরত শাসক দলকে একাধিক মন্তব্যে টোকা দিচ্ছেন শুভেন্দু অধিকারী।
এদিন খেজুরির সভায় সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘তোলাবাজ ভাইপো’ বলে নিশানা করেছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু শুভেন্দুর এই কড়া মন্তব্যে দমে যায়নি অভিষেকও, অপামনজনক এই মন্তব্যের শাস্তিস্বরূপ এদিন শুভেন্দুকে আইনি নোটিস ধরিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। ইতিমধ্যেই নোটিস দিয়ে জানানো হয়েছে ৩৬ ঘণ্টার মধ্যে শুভেন্দু নিঃশর্ত ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপও নেওয়া হবে তাঁর বিরুদ্ধে। প্রসঙ্গত, মঙ্গলবার খেজুরির সভায় অভিষেকের নাম করে শুভেন্দু অধিকারী জানান, “বিজেপি আসলে একটা তোলাশ্রী পুরস্কার হবে। সেটা দেওয়া হবে ওঁর ভাইপো তোলাবাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তোলাবাজ ভাইপো হঠাও। গরুচোর ভাইপো হঠাও। বালিচোর ভাইপো হঠাও। এদের যদি না তাড়ান এরপর কিডনি পাচার করবে।” আর এই বক্তব্যের পরেই এদিন শুভেন্দুর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল পরিত্যাগের পর থেকেই তৃণমূলের ওপর একের পর এক ভয়ানক অভিযোগ এনেছে শুভেন্দু অধিকারী। নতুন দলে যোগ দিয়েই তিনি প্রতিদিনই নিজের পুরনো দলকে ছুড়ে দিচ্ছেন নতুন নতুন চ্যালেঞ্জ। এমনকি গতকাল তৃণমূলকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন আরামবাগে নাকি চুরি করে ভোটে জিতেছিল তৃণমূল।