Breaking News

পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে পুলিশের গাড়ি ভাঙচুর, অগ্নিগর্ভ বরাকর!

নিজস্ব সংবাদদাতা, আসানসোল :- দফায় দফায় উত্তেজনা আসানসোলের বরাকরে, পুলিশ ফাঁড়িতে ভাঙচুর |চুরির অভিযোগ ধৃতের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় | গোটা ঘটনায় কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা পরিস্থিতি | জানা গিয়েছে, সোমবার রাতে বরাকর এলাকা থেকে মহম্মদ আরমান নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে আসে পুলিস। ধৃতের বিরুদ্ধে চুরি, ছিনতাইয়ের একাধিক অভিযোগ ছিল | গোপন তথ্যের ভিত্তিতে বাড়ি থেকেই তাকে পাকড়াও করে পুলিশ | এদিকে মঙ্গলবার থানায় এসে পরিবারের লোকজন জানতে পারেন তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে | সেখানে গিয়ে পরিজনরা জানতে পারেন তার মৃত্যু হয়েছে | বাসিন্দাদের দাবি, পুলিশ হেফাজতের মধ্যেই তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে | এরপরই দলে দলে বাসিন্দারা রাস্তায় বেরিয়ে পড়েন | বরাকর ফাঁড়ি লক্ষ্য করে ইঁট ছোঁড়ে উত্তেজিত জনতা| ফাঁড়ির সামনে থাকা সিসি ক্যামেরাতেও ভাঙচুর করা হয়|

পুলিশের একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা | ন্যায় বিচারের দাবিতে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান বাসিন্দারা |আরমানের আত্মীয়রা বলেন, ‘২২ বছরের এই যুবককে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে এনেছিল | এরপর পুলিশ তাকে পিটিয়ে মেরে ফেলে | অত্যন্ত মর্মান্তিক ঘটনা | পুলিশ হেফাজতে মারা গিয়েছে ওই যুবক | আমরা দোষী পুলিশ কর্মীদের শাস্তি চাই |’

পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিশাল পুলিশ বাহিনীকে এলাকায় মোতায়েন করা হয় | আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুর বলেন, ‘গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে |’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *