Breaking News

বঙ্গে ‘খেলা হবে’ দিবস পালন,বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ‘খেলা হবে’,শাসকদলের এই স্লোগানেই ময়দানে নামার আগেই কুপোকাত হয়ে যায় গেরুয়া শিবির। লোকের মুখে মুখে ঘুরতে থাকে ‘খেলা হবে’ স্লোগান | আর এই স্লোগানেই ভর করে আত্মবিশ্বাস জাগে তৃণমূলের কর্মী কিংবা নেতাদের | তারপরেই ঐতিহাসিক জায় পায় তৃণমূল আবার তাও তৃতীয়বারের জন্য | আর সেই ‘খেলা হবে’ স্লোগানেই স্বীকৃতি দিতে বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী | এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘আগামী দিনে গোটা রাজ্যে খেলা হবে দিবস পালন হবে | কবে তা পালন হবে পরে জানানো হবে বিধানসভায় |’এ দিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন,’তৃতীয় বার জয়ের জন্য বাংলার মানুষকে অভিনন্দন | পুলিস সুপার, আইসি বদল থেকে পর্যবেক্ষক নিয়োগ- কি না করেছে! বাংলার মেরুদণ্ড ভাঙা যাবে না | শুধু মিথ্যে কথা বলা হচ্ছে | টাকা দিয়ে ভ্যাকসিন কিনেছি | ১০ বছরে বাংলাকে কোথায় নিয়ে এসেছি! কী ছিল বাংলা | ওরা বাংলাকে সম্মান দেয় না | বাংলার মানুষকে একবার নয় একশোবার স্যালুট করলেও কম হবে | খেলা হবে দিবস পালন করবে রাজ্য সরকার|’ তবে এই দিনে ৫০ হাজার ফুটবল দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী | ঠিক হয়েছে ওই প্রকল্পের মাধ্যমে ক্লাবে ক্লাবে ফুটবল বিতরণ করা হবে | এ জন্য জেলার যুব আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদের এলাকার ক্লাব রয়েছে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে| খেলা হবে’ প্রকল্পটা আসলে কী?ঠিক হয়েছে এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ক্লাবে ফুটবল বিতরণ করা হবে|প্রতিটি জেলায় যুব আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট এলাকায় যতগুলি ক্লাব রয়েছে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে | ২৮ জুনের মধ্যে সেই সম্পর্কিত যাবতীয় তথ্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছিল নবান্নকে। যদিও এখনও পর্যন্ত ঠিক হয়নি কতকগুলো ক্লাবকে কীভাবে ফুটবল বণ্টন করা হবে | রাজ্য সরকারের ধারণা, এর ফলে গ্রাম বাংলার বহু ফুটবলার উপকৃত হবেন | আর ফুটবলের প্রতি সকলের আগ্রহ জন্মাতে বাধ্য |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *