নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি :- কলকাতাতে পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে | তবে রাজ্যে সবার প্রথম পেট্রোল সেঞ্চুরি করেছিল উত্তরবঙ্গে | এবার সেই উত্তরবঙ্গে দেখা গেল প্রতিবাদের ঝড় | পোড়ানো হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল | বুধবার পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে জলপাইগুড়িতে বিক্ষোভ মিছিল করে এসইউসিআই|রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি বুধবার জলপাইগুড়িতেও সেঞ্চুরি হাকাল পেট্রোল | বুধবার পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে জলপাইগুড়িতে বিক্ষোভ মিছিল করে এসইউসিআই-এর সদস্যরা | পুলিশের বাধা উপেক্ষা করেই মোদির কুশপুতুল দাহ করল তারা | বুধবার জলপাইগুড়িতে ইন্ডিয়ান অয়েলের পেট্রোলের দাম ১০০.১৯ টাকা প্রতি লিটার | প্রিমিয়াম পেট্রোল ১০৪.২৯ টাকা প্রতি লিটার | ভারত পেট্রোলিয়ামে সাধারণ পেট্রোলের দাম ১০০.২৭ টাকা লিটার| প্রিমিয়াম পেট্রোল – ১০৩.৫৬ টাকা লিটার | অন্যদিকে ডিজেলের দাম লিটার প্রতি- ৯২.৪৬ টাকা | অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে এক পেট্রোল পাম্প কর্মী ঝন্টু রায় বলেন, ‘গত এক মাস ধরে বিক্রি কমে আসছিল | কিন্তু চলতি সপ্তাহে পেট্রোল বিক্রি প্রায় অর্ধেক হয়ে গিয়েছে |’অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্য ও কেন্দ্র উভয় সরকারকে দুষে ক্ষোভ উগড়ে দিলেন এক ক্রেতা | চন্দন কুমার মিত্র নামে ওই ক্রেতা ক্ষোভের সঙ্গে বললেন, ‘এইভাবে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি যদি অবিলম্বে সরকার নিয়ন্ত্রণ না করে তবে আর আমাদের বিনা পয়সায় কোভিড ভ্যাকসিন দিয়ে কোনও লাভ নেই | তার চেয়ে বরং ভ্যাকসিনের সঙ্গে বিষ মিশিয়ে আমাদের শরীরে প্রয়োগ করুক | আমরা মরে যাই | কারণ, এইভাবে আর বাঁচা যাচ্ছে না |’