প্রসেনজিৎ ধর :- এবার জেলা ছাড়িয়ে শহর কলকাতাতেও পেট্রোলের দাম পেরল ১০০ টাকা | আর তাই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নজিরবিহীন প্রতিবাদ দেখালেন তৃণমূল বিধায়ক বেচারাম মান্না| রতনপুরের বাড়ি থেকে প্রায় ৪০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে বুধবার বিধানসভায় এলেন তিনি |
পেট্রলের দাম যে ভাবে বাড়ছে, তাতে সাইকেলের ওপরেই ভরসা করতে হবে! এমন বার্তা দিয়েই অভিনব প্রতিবাদ রাজ্যের মন্ত্রীর | পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্যবৃদ্ধি | অথচ কেন্দ্র সরকারের এ নিয়ে কোনো ভুক্ষেপ নেই | তাই এবার পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নয়া পন্থা অবলম্বন করলেন বেচারাম মান্না | প্ল্যাকার্ডে লেখা, ‘মোদি বাবু, পেট্রোল বেকাবু |’ লেখাটি ছিল সাইকেলের সামনে লাগানো |
দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে হাওড়ার বালি নম্বর জাতীয় সড়ক হয়ে কলকাতায় পৌঁছন মন্ত্রী বেচারাম মান্না | সঙ্গে ছিলেন তাঁর কর্মী-সমর্থকরা | প্রত্যেকের সাইকেলে ছিল প্রতিবাদী স্লোগান লেখা প্লাকার্ড | এ দিন সকাল ৮টা নাগাদ রতনপুরের বাড়ি থেকে বেরিয়ে সাইকেল নিয়ে বেরোন | জগাছা থেকে তাঁর সঙ্গে যোগ দেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষও | তাঁদের সাইকেলে লাগান ছিল একাধিক ব্যানার, যাতে লেখা, ‘পেট্রলের দাম বাড়ছে কেন?’, ‘রান্নার গ্যাসের দাম বাড়ছে কেন?’ভোটের আগে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই স্কুটারে চেপে নবান্ন গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| আশঙ্কা সত্যি করে আজ কলকাতায় পেট্রলের দাম ১০০ টাকা অতিক্রম করেছে| শেষ ৩৪ দিনে ৯.৬১ টাকা বেড়েছে দাম জেলায় আগেই সেঞ্চুরি হাঁকালেও, বাকি ছিল কলকাতা | ৩৯ পয়সা বেড়ে আজ কলকাতায় পেট্রল ছুঁল ১০০.২৩ টাকা |২৩ পয়সা বাড়ল ডিজেলের | এক লিটার ডিজেলের নতুন দাম ৯২.৫০ টাকা |