নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- সিবিআইয়ের পর এবার আইপিএস জ্ঞানবন্ত সিংকে জিজ্ঞাসাবাদ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট | তালিকায় রয়েছেন আরও ৬ আইপিএস অফিসার | কয়লা কাণ্ডে ইতিমধ্যেই জ্ঞানবন্ত সিং-সহ একাধিক আইএএস, আইপিএস অফিসারকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই | সূত্রের খবর, প্রত্যেককেই এবার জেরা করবে ইডি | সশরীরে হাজির না দিতে পারলেও ভার্চুয়ালি হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মোট ৭ আইপিএস আধিকারিককে | কয়লা-কাণ্ডে আগেও একাধিক আইএএস বা আইপিএস-কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে | এবার ওই পুলিশ আধিকারিকদের জেরা করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট | জুলাই ও অগস্ট মাসের মধ্যেই তাঁদের জেরা করা হবে | ইডি আধিকারিকদের দাবি, ওই পুলিশ আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে তথ্য জানার চেষ্টা করবেন তাঁরা | ইডি সূত্রে খবর, ২৬ জুলাই থেকে শুরু হবে কয়লা কাণ্ডে আইপিএস আধিকারিকদের জিজ্ঞাসাবাদ পর্ব | টানা চলবে ৬ অগাস্ট পর্যন্ত | আইপিএস কোটেশ্বর রাওকে জিজ্ঞাসাবাদ করা হবে ২৬ জুলাই, সিলভা মুরুগান ইডির মুখোমুখি হবেন ২৮ জুলাই, শ্যাম সিং কে ৩০ জুলাই, রাজীব মিশ্রকে ২ অগস্ট, সুকেশ জৈনকে ৪ অগস্ট, জ্ঞানবন্ত সিং-কে ৫ অগস্ট ও তথাগত বসুকে ৬ অগস্ট তলব করা হয়েছে |
সাম্প্রতিক অতীতে তাঁরা কেউ বর্ধমান, কেউ পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, আবার কেউ বা নদিয়ার মত জেলাতে কর্মরত ছিলেন | গত মে মাসে নিজাম প্যালেস তলব করা হয়েছিল মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা জ্ঞানবন্ত সিংকে | সে সময় এডিজিকে (আইন-শৃঙ্খলা) জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই আধিকারিকরা | তার আগে পশ্চিমাঞ্চলের আইজি ছিলেন জ্ঞানবন্ত | প্রসঙ্গত, পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকাজুড়ে কয়লার চোরাকারবার রমরমা | গত মাসেই ফের অনুপ মাজি ওরফে লালার গ্রামের বাড়িতে তল্লাশি চালায় ইডি | কয়লাকাণ্ডে অন্যতম অভিযুক্ত লালার পুরুলিয়ার নিতুড়িয়ায় বাড়ি রয়েছে | সেখানেই হানা দিয়েছিল ইডি আধিকারিকদের একটি দল| তদন্ত করে আধিকারিকদের দাবি, অন্যদিকে কয়লা কাণ্ডের মূল চক্রী অনুপ মাজি ওরফে লালার সঙ্গে জ্ঞানবন্ত সিং-এর যোগসূত্র ছিল |