নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর :- সারারাত ধরে চলে বোমাবাজি | সকাল হতেই রাস্তা থেকে ফের উদ্ধার তাজা বোমা | ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের খেজুরি তালপাটি কোস্টাল থানার অন্তর্গত খেজুরি ২-এর মুরলিচক গ্রামে | এই নিয়ে শাসক-বিরোধী রাজনৈতিক দলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা | পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে মুরলিচক গ্রামের রাস্তায় তাজা বোমা পড়ে থাকতে নজরে আসে স্থানীয়দের | খবর পৌঁছয় তালপাটি কোস্টাল থানায় | পুলিশ এসে বোমাটিকে উদ্ধার করে নিয়ে যায়, পরে বোম্ব স্কোয়াডের আধিকারিকরা সেটি নিষ্ক্রিয় করে |গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ | বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তাপস দলের অভিযোগ, বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর এলাকায় দুষ্কৃতীরাজ শুরু করেছে তৃণমূল | বিজেপি কর্মীদের রাস্তায় দেখলেই বোমাবাজি করা হচ্ছে | বিজেপির অভিযোগ, শনিবার রাত সাড়ে ৯টার পর থেকেই এলাকায় শুরু হয় বোমাবাজি | খেজুরির একাধিক এলাকায় বোমা ফেলা হয় | তাপস দলুইয়ের অভিযোগ, ‘খেজুরিতে তৃণমূল হারার পর বিজেপির সংগঠন ভাঙার চেষ্টা করছে| সে কারণেই বোমাবাজি করছে তৃণমূল| আন্দোলনের মাটিতে থাকা মানুষদের এভাবে ভয় দেখানো যায় না |’ যদিও যাবতীয় অভিযোগ বিজেপির দিকে করে তৃণমূলের পাল্টা দাবি, বিজেপির সংগঠন ভেঙে যাচ্ছে তা ধরে রাখতে নিজেরাই নিজেদের কর্মীদের লক্ষ্য করে বোমা বাজি করছে| তৃণমূল কর্মীদের মামুদ হোসেন জানান, এই ধরনের বোমাবাজির ঘটনার সঙ্গে তৃণমূল কোনওভাবেই জড়িত নয় | যেহেতু বিজেপি রাজ্যের ক্ষমতায় আসতে পারেনি, যেখানে যেখানে জিতেছে সেখানে তারা নিজেরাই সন্ত্রাস সৃষ্টি করছে | ঠিক যেভাবে লোকসভা নির্বাচনের পর উত্তপ্ত হয়ে উঠেছিল বারাকপুরের ভাটপাড়া |’