দেবরীনা মণ্ডল সাহা :- লাগাতার বৃষ্টির জেরে ধস নামলো উত্তরবঙ্গে| রবিবার দিনের শুরুতেই ধস নামে | ধস নামল কালিম্পংয়ের ২৯ মাইলের ১০ নম্বর জাতীয় সড়কে | ফলে সড়কপথে বিচ্ছিন্ন বাংলা ও সিকিম |দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গে বৃষ্টি হয়ে চলেছে | যার জেরে ধস নেমেছে উত্তরে | রবিবার সকালেই কালিম্পঙের ২৯ মাইলে ১০ নম্বর জাতীয় সড়কে লাগাতার বৃষ্টির জেরে ধস নামে | এর ফলে রাজ্যের সঙ্গে সিকিমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে | ধস নামার খবর পেতেই উত্তরবঙ্গের প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন | রাস্তা পরিষ্কার ও পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হয় | ধস নামার ফলে যান চলাচল ব্যাহত হয় উত্তরবঙ্গে | এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে | কাজ শুরু হলেও ফের বৃষ্টি শুরু হওয়ার কারণে থেমে যায় কাজ | জানা গিয়েছে, কোনওমতে ছোট গাড়ি গুলিকে যাওয়ার ব্যবস্থা করা হলেও বড় গাড়ি চলাচল ব্যাহত | তবে জানা গিয়েছে, যান চলাচল ব্যবস্থা সম্পূর্ণভাবে স্বাভাবিক হতে আরও বেশ কিছুটা সময় লাগবে | প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হয়ে চলছে| টানা বর্ষণের জেরেই পাহাড়ের বিভিন্ন রাস্তায় অল্প বিস্তর ধস নেমেছে এদিন কালিম্পঙে ধস নামার ঘটনায় ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ, পূর্ত দফতরের আধিকারিকরা | গত সপ্তাহ থেকেই ওই এলাকায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে | কালিম্পং সংলগ্ন জাতীয় সড়কগুলি বেশ কয়েকদিন আগে থেকেই মেরামত করার কাজ শুরু হয়েছিল | যার জেরে স্থানীয় বাসিন্দাদের জনজীবনে কিছুটা সুবিধা হয়েছিল | তবে ফের ধসের জেরে দুর্ভোগ আরও বাড়ল |