Breaking News

বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার নেপথ্যে সবচেয়ে বেশি ভূমিকা রয়েছে মহিলাদের!জানাল নির্বাচন কমিশন

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার নেপথ্যে সবচেয়ে বেশি ভূমিকা রয়েছে মহিলাদের |ভোটদানে পুরুষদের ছাপিয়ে গেল তারা | তৃতীয়বারের জন্য বাংলার মসনদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | এর কৃতিত্ব অবশ্য রাজ্যবাসীর | রাজ্যের মানুষই সমর্থন করেছেন তৃণমূল কংগ্রেসকে | কিন্তু ঠিক কাদের ভোটে এমন গগনচুম্বী সাফল্য তৃণমূলের? এবার তা উঠে এল নির্বাচন কমিশনের তথ্যে | কমিশনের তথ্য অনুযায়ী, বাংলায় বিধানসভা ভোটে মহিলাদের ভোট পড়েছে ৮১.৭ শতাংশ, যেখানে পুরুষদের ভোট পড়েছে ৮১.৪ শতাংশ|প্রসঙ্গত ,এবছর রাজ্যে মোট মহিলা ভোটার ছিলেন ৩.৫ কোটি কমিশন জানিয়েছে, তাদের মধ্যে ভোট দিয়েছেন ২.৯ কোটি মহিলা | অন্যদিকে ৩ কোটি ৭০ লক্ষ পুরুষ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন মাত্র ৩ তিন কোটি | শুধু ভোটদানেই নয়, ভোটগ্রহণেও পুরুষদের টেক্কা দিয়েছেন মহিলারা | কমিশন জানিয়েছে, মহিলাদের মধ্যে ১৬.৭ শতাংশ প্রার্থী জয়ী হয়েছেন| অন্যদিকে পুরুষদের মধ্যে মাত্র ১৩.৪ শতাংশ প্রার্থী ভোটে জিততে পেরেছেন| যদিও ভোটের আগে শতাংশের বিচারে মহিলা প্রার্থীর সংখ্যা বেশিই ছিল | অর্থাৎ ২০২১ বাংলার বিধানসভা নির্বাচন ইতিহাসের পাতায় লেখা থাকবে আরও একটি কারণে, আর সেটি হল মহিলাদের প্রাধান্য |পর্যবেক্ষকরা বলেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই বিপুল সংখ্যাগরিষ্ঠতার পিছনে মহিলাদের বিপুল সমর্থন রয়েছে | নির্বাচন কমিশন তথ্য প্রকাশ করার পর সেই বক্তব্যই প্রমাণিত হল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *