নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- বড়সড় সাফল্যের মুখ দেখলো কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ | গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালিয়ে শনিবার রাতে এসটিএফ গ্রেফতার করেছে ৩জন বাংলাদেশী জেএমবি জঙ্গিকে | এরা হল নজিউর রহমান, সাবির রবিউল ও শাহিন খান | জেএমবি গোষ্ঠীর নতুন কোনও মডিউলের সঙ্গে যুক্ত রয়েছে এরা | তিনজনই বাংলাদেশি নাগরিক বলে জানতে পেরেছে পুলিশ | তাঁরা এটাও জানতে পেরেছে যে এই ৩জন জেএমবি’র স্লিপার সেলের সদস্য | কী কারণে এরা কলকাতায় এসেছিল, কেন তাঁরা স্লিপার সেল থেকে হঠাৎ সক্রিয় সদস্য হয়ে উঠল, তা খতিয়ে দেখছে পুলিশ | আর কারা কারা এদের সঙ্গে যুক্ত রয়েছে তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ |কলকাতায় ধৃতরা কী কারণে এসেছিল? কোনও জঙ্গি হামলার পরিকল্পনা ছিল কি না, ওই সদস্যদের সঙ্গে আল কায়দা জঙ্গি গোষ্ঠীর কোনও সম্পর্ক আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ | জেএমবি জঙ্গি গোষ্ঠী দীর্ঘদিন ধরে রাজ্যে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে|খাগড়াগড়-কাণ্ড যার সাম্প্রতিকতম উদাহরণ| এছাড়া মালদহ ও মুর্শিদাবাদের বেশ কয়েকটি জায়গা থেকে এই সদস্যদের গ্রেফতার করা হয়েছে | যা থেকে পুলিশ আধিকারিকরা মনে করছেন, এই জঙ্গিগোষ্ঠী যথেষ্ট সক্রিয় রয়েছে| অন্যদিকে, রবিবার উত্তরপ্রদেশের লখনউয়ের দুবাগ্গা এলাকার একটি কলোনি থেকে জঙ্গি সন্দেহে দু’জনকে পাকড়াও করেছে সন্ত্রাস-দমন শাখা (এটিএস) | প্রাথমিকভাবে এটিএসের দাবি, ওই জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে ওই দু’জনের যোগ আছে |