Breaking News

তৃণমূলের গোষ্ঠীকোন্দলে উত্তপ্ত বালির সাপুইপাড়া বাসুকাঠি পঞ্চায়েত এলাকা!তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর হয় বলে অভিযোগ

প্রসেনজিৎ অধিকারী, হাওড়া :- ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব| এবার তৃণমূলের গোষ্ঠীকোন্দলে উত্তপ্ত হল বালির সাপুইপাড়া বাসুকাঠি পঞ্চায়েত এলাকা| অভিযোগ, দলেরই একাংশ কর্মীর সমাজবিরোধীমূলক কাজকর্মের প্রতিবাদ করায় ডোমজুড় বিধানসভার অন্তর্গত সাপুইপাড়া বাসুকাঠি পঞ্চায়েতের লোকনাথ মন্দির এলাকার পঞ্চায়েত সদস্য রূপা মণ্ডল ও বেশ কয়েকজন তৃণমূল কর্মীর উপর আক্রমণ চালায় শুভজিৎ দাস ও তার দলবল বলে অভিযোগ |

এমনকি ব্যাপক ভাঙচুর করা হয় পঞ্চায়েত সদস্যের দোকান বাড়ি এবং অন্য আর একজন তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ | এমনকি অন্য আর একজন তৃণমূল কর্মীকে বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় পঞ্চায়েত সদস্যর বলে অভিযোগ রূপা মণ্ডলের | ঘটনার সময় তৃণমূল নেতৃত্ব এলাকায় এলে তাদের তাড়া করে মারা হয় বলেও অভিযোগ | শুভজিৎ দাস সহ তার দলবলের বিরুদ্ধে নিশ্চিন্দা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে | এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় পুলিশ মোতায়ন রয়েছে|ঘটনার তদন্তে নেমেছে পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *