প্রসেনজিৎ ধর, কলকাতা :- পাবলিক অ্যাকাউন্টস কমিটি নিয়ে রাজনৈতিক তরজা জারি রয়েছে বিজেপি ও তৃণমূলের মধ্যে | এরই মাঝে মুকুল রায় পিএসি চেয়ারম্যান হওয়ার প্রতিবাদে বড়সড় পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করছে বিজেপি | সূত্রের খবর, ইতিমধ্যে সেই রণকৌশলও সাজিয়ে ফেলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী | তাঁর নেতৃত্বে আগামিকাল থেকে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কার্যত ছক কষে মাঠে নামতে চলেছেন বিজেপি বিধায়করা | বিজেপি প্রথম থেকেই আশঙ্কা করেছিল যে গতবারের মতো এবারেও আইনের ফাঁক বের করে রীতিকে বুড়ো আঙুল দেখিয়ে পিএসি চেয়ারম্যান পদে নিজেদের দলেরই কাউকে বসাতে পারে তৃণমূল কংগ্রেস | সেই আশঙ্কা সত্যি করেই পিএসি চেয়ারম্যান পদে মুকুল রায়ের নাম ঘোষণা করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় | এরপর প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউটও করেছিল বিজেপি| তবে সেখানেই যে গেরুয়া শিবির থমকে থাকবে না তা শুভেন্দু আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন আগেই | সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদী সুর চড়াবে বিজেপি বিজেপি সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে প্রথমে বিধানসভায় নিজের ঘরে বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন শুভেন্দু অধিকারী| এরপরই বিশদ আলোচনার পর বিধানসভার ৯টি কমিটির চেয়্যারম্যান পদ থেকে ইস্তফা দেবেন বিজেপি বিধায়করা | মুকুল রায় পিএসি চেয়ারম্যান হওয়ার প্রতিবাদেই এই গণ ইস্তফা দেবেন তাঁরা বলে সূত্রের খবর | এরপর সম্ভবত শুভেন্দুর নেতৃত্বে বিজেপি বিধায়কার যাবেন রাজভবনে| রাজ্যপালের কাছে অধ্যক্ষের নামে নালিশ করবেন তাঁরা | প্রসঙ্গত, সরকারের সমস্ত কাজের হিসেব রাখার দায়িত্ব থাকে পিএসি-র | সংসদীয় প্রথা হল এই কমিটির চেয়ারম্যান করা হয় বিরোধী দলের কোনও জনপ্রতিনিধিকে | লোকসভায় যেমন এখন ওই কমিটির চেয়ারম্যান কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী| কিন্তু পশ্চিমবঙ্গে এই নিয়ে তৃতীয়বার এমন একজনকে পিএসি-র মাথায় বসানো হল, যিনি খাতায়-কলমে বিরোধী দলের বিধায়ক হলেও শাসক দলের সঙ্গে রয়েছেন |