নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলায় সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সোমবারই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন চাকরিপ্রার্থীরা | মঙ্গলবার কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে এই সমস্ত মামলার শুনানি হবে একসঙ্গে | আগামী মঙ্গলবার ২০ জুলাই মামলাগুলির একসঙ্গে শুনানি করবে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ | গত শুক্রবার উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ তুলে নেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ| বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত ইন্টারভিউয়ের তালিকায় সন্তোষ প্রকাশ করে বিচারপতি অরিন্দম গঙ্গোপাধ্যায় বলেন, ‘আদালত তালিকায় সন্তুষ্ট | তাই নিয়োগপ্রক্রিয়ায় স্থগিতাদেশ তুলে নেওয়া হল | কোনও আবেদনকারীর কোনও অভিযোগ থাকলে তা কমিশনের কাছে জানাতে পারেন | কমিশনকে ১২ সপ্তাহের মধ্যে অভিযোগের শুনানি করতে হবে | আর কেউ কমিশনের সিদ্ধান্তে খুশি না হলে আদালতের দ্বারস্থ হতে পারেন |’যদিও আদালতের এই নির্দেশ মেনে নিতে পারছেন না মামলাকারীরা| তাঁদের স্পষ্ট কথা, কমিশনের ওপর কোনও ভরসা নেই তাঁদের | যে কমিশনকে কয়েক দিন আগেই‘অপদার্থ’বলেছে আদালত,তার ওপর কী করে মামলাকারীদের ভবিষ্যত ছেড়ে দেওয়া যেতে পারে? কমিশনের পক্ষে চাকরিপ্রার্থীদের অভিযোগের নিরপেক্ষ বিচার সম্ভব নয় | এতে শুধু সময় নষ্ট হবে| বরং ফের নিয়োগপ্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করে আদালত আগে বেনিয়মের অভিযোগের বিচার করুক | তার পর নিয়োগ হোক |