দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এবার উপনির্বাচনের দাবি নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল | বাংলার বিধানসভার ৭টি আসন এখনও ফাঁকা রয়েছে | এই আসনগুলি হল মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ ও জঙ্গিপুর, কোচবিহার জেলার দিনহাটা, নদিয়া জেলার শান্তিপুর, উত্তর ২৪ পরগণা জেলার খড়দহ, কলকাতার ভবানীপুর এবং দক্ষিণ ২৪ পরগণা জেলার গোসাবা| এই উপনির্বাচন নিয়ে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরব হতে দেখা গিয়েছিল | কিন্তু তাতে পরিস্থিতি বদলায়নি | এবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরেও একই দাবি জানাতে চলেছে তাঁরা | কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘উপনির্বাচনের জন্য বেশি দিন প্রয়োজন নেই | আমরা প্রস্তুত আছি | সামসেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোট থমকে গিয়েছে বিধানসভা নির্বাচন চলাকালীন সময়েই প্রার্থীর মৃত্যুর কারণে | আবার দিনহাটা ও শান্তিপুরে বিজেপির দুই সাংসদ জয়ী হয়েও বিধানসভা থেকে পদত্যাগ করেন | খড়দহ ও গোসাবাতে দুই বিধায়কের মৃত্যু হয়েছে কোভিডে | ভবানীপরে আবার বিধায়ক নিজেই ইস্তফা দিয়েছেন | এই সবকটি আসনে নিয়ম মেনে নভেম্বর মাসের মধ্যে উপনির্বাচন সেরে ফেলতে হবে নির্বাচন কমিশনকে| জানা গিয়েছে, ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায়, সৌগত রায়ের মতো সাংসদরা দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে গিয়ে দাবি জানাবেন যাতে দ্রুত বাংলায় এই ৭টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন করায় | অনেকেই মনে করছেন নির্বাচন কমিশন চলছে বিজেপির অঙ্গুলিহেলনে | বিজেপি চায় বাংলার মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে | আর তাই তাঁরা চাইছে বাংলায় এখন যেন উপনির্বাচন করানো না হয় | কেননা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক না হয়েও এবারে মুখ্যমন্ত্রী হয়েছেন তাই তাঁকে আগামী ৬ মাসের মধ্যে উপনির্বাচনের মধ্যে দিয়ে বিধায়ক হিসাবে জিতে আসতে হবে | নাহলে তাঁর মুখ্যমন্ত্রীত্ব নিয়ে সমস্যা দেখা দেবে | বিজেপি কার্যত সেটাই চাইছে আর তাঁদেরই ইশারায় জাতীয় নির্বাচন কমিশনও বাংলার এই ৭টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে টুঁ শব্দটিও করছে না | তাই নির্বাচন কমিশনকে পাল্টা চাপে রাখতেই এবার কমিশনের প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল |