Breaking News

বাসের ভাড়া বৃদ্ধিতে গণস্বাক্ষর অভিযান নামল বাস মালিক সংগঠনগুলি,জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটসের তরফে চলে এই অভিযান!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- প্রতিদিনই বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম, অথচ রাজ্যে বাস ভাড়া বাড়াতে নারাজ সরকার | এই পরিস্থিতিতে মঙ্গলবার বাসের ভাড়া বৃদ্ধিতে গণস্বাক্ষর অভিযান নামল বাস মালিক সংগঠনগুলি | কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তেই জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস-এর তরফে এই অভিযান চলে মঙ্গলবার | জানানো হয়েছে, ভাড়া বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের মতামত পাঠানো হবে মুখ্যমন্ত্রী ও পরিবহন মন্ত্রীর দফতরে | পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম আগেই জানিয়েছেন, করোনা ও লকডাউনের জোড়া ফলায় বর্তমানে সাধারণ মানুষের হাতে এমনিই টাকা নেই | এই অবস্থায় বাস ভাড়া বাড়ানো হলে তারা আরও মুশকিলে পড়বে| মন্ত্রী বলেছিলেন,’আমরা জানি পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে বাস মালিকরা সমস্যায় পড়েছেন | কিন্তু সাধারণ মানুষের কথাও তাদের ভাবতে হবে | বর্তমান সময়ের কথা মাথায় রেখে তাদের ওপর বাড়তি আর্থিক চাপ দেওয়া ঠিক হবে না|’এবার সেই সাধারণ মানুষের মতামত নিতেই রাস্তায় নামল বাস মালিক সংগঠনগুলি |এদিন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস-এর সংগঠনের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় তিনি বলেন,’রাস্তায় বেরিয়ে বাস না পেয়ে সাধারন মানুষ অসুবিধার মধ্যে পড়ছেন | আমরা সবটাই বুঝতে পেরেও সমস্ত বাস রাস্তায় নামাতে পারছি না| কেন্দ্র প্রতিদিন ডিজেলের দাম বাড়িয়ে চলেছে, অথচ রাজ্য সরকার বাস ভাড়া বাড়াতে পারছে না |’ যদিও নিত্যযাত্রীদের অভিযোগ, সরকারিভাবে বাসভাড়া বাড়ানোর না হলেও বর্তমানে প্রায় প্রত্যেকটি বাসেই বর্ধিত ভাড়া নেওয়া হচ্ছে | প্রতিবাদ করলে বাস থেকে নেমে যেতে বলা হচ্ছে | যদিও তপন বন্দোপাধ্যায়ের দাবি, ‘অধিকাংশ মানুষই বাসভাড়া বৃদ্ধিতে সহমত |’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *