Breaking News

২২ জুলাই দুপুর তিনটেয় চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ!ওয়েবসাইট, এসএমএস-এ জানা যাবে ফলাফল

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আগামী ২২ জুলাই রাজ্যে চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হবে | ওই দিন বিকাল তিনটের সময়ে ভার্চুয়ালি ফল ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ | পরের দিন অর্থা‍ৎ ২৩ জুলাই থেকে স্কুল থেকে মার্কশিট পাবেন পরীক্ষার্থীরা |ওই দিন বিকেল ৪টে থেকে ওয়েবসাইট, এসএমএস, মোবাইল অ্যাপের মাধ্যমে রেজাল্ট দেখা যাবে |রয়েছে ডাউনলোডের সুবিধাও | অতিমারীর কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছিল। মূল্যায়নের ভিত্তিতে পরীক্ষার ফল প্রকাশ হবে | উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি মহুয়া দাস মঙ্গলবার জানিয়েছেন, ’২২ জুলাই পরীক্ষার ফল প্রকাশের পর ২৩ জুলাই থেকে নিজের-নিজের স্কুলে গিয়ে মার্কশিট সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা |মার্কশিট বিলির সময়ে যাতে কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলা হয়,সেদিকে নজর রাখার জন্য সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে|’করোনাভাইরাসের অতি সংক্রমণের কারণে পরীক্ষা বাতিল হয়ে যাওয়ায় কিভাবে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে, সে বিষয়েও আঁচ দিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি | তিনি জানিয়েছেন, ‘বিশেষ গাণিতিক পদ্ধতি অনুসরণ করেই পরীক্ষার্থীদের মার্কশিট তৈরি হচ্ছে| একজন পরীক্ষার্থী ২০১৯ সালের মাধ্যমিকের সর্বাধিক প্রাপ্ত নম্বরের নিরিখে চারটি বিষয় থেকে ৪০ শতাংশ নেওয়া হবে | তাছাড়া ২০২০ সালের একাদশ শ্রেণির লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের ৬০ শতাংশ ও দ্বাদশের প্রজেক্ট (২০ নম্বর) ও প্র্যাক্টিকাল (৩০ নম্বর)-এর গড় হিসেবের ভিত্তিতেই রেজাল্ট তৈরি করা হবে |’

ফল জানতে লগ ইন করতে হবে-

https://www.results.shiksha

http://wbresults.nic.in

https://www.exametc.com

https://www.westbengal.shiksha

অথবা এমএমএস করতে পারেন- WB12 space অথবা এমএমএস করতে পারেন- WB12 space<Roll number দিয়ে পাঠান 56070 নম্বরে | তবে কোনও পরীক্ষার্থীর যদি মূল্যায়নের ভিত্তিতে প্রাপ্ত নম্বরে আপত্তি থাকে তাহলে সেক্ষেত্রে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে নতুন করে পরীক্ষায় বসতে পারবেন | তবে সেক্ষেত্রে ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বরকেই চূড়ান্ত হিসেবে ধরা হবে বলেও জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *