Breaking News

পিএসসি-র চেয়ারম্যান পদ নিয়ে রাজনীতি করছে সরকার, রাজ্যপালের কাছে নালিশ শুভেন্দুর!বিধানসভার বিভিন্ন কমিটিতে ইস্তফা বিজেপি বিধায়কদের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মুকুল রায়কে পিএসি-এর চেয়ারম্যান করার জের, বিধানসভায় বিভিন্ন কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন বিজেপি বিধায়কেরা | মুকুল রায়কে পিএসি-র চেয়ারম্যান করার প্রতিবাদে মঙ্গলবার বিধানসভার ৮টি স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন বিজেপি বিধায়করা | তারপর বিরোধী দলনেতার নেতৃত্বের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে এব্যাপারে অভিযোগ জানান তাঁরা |রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ সেরে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘পিএসি-র চেয়ারম্যান পদ নিয়ে রাজনীতি করছে শাসকদল | রাজ্যে যে ২.২৮ কোটি মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন তাদের অধিকার ছিনিয়ে নিচ্ছে তারা |’শুভেন্দুর দাবি, মুকুল রায়কে পিএসি-র চেয়ারম্যান করে বিধানসভা পরিচালনার ৩০২ ধারা ভঙ্গ করেছেন স্পিকার | কীভাবে পশ্চিমবঙ্গে বিধানসভার ভিতরে ও বাইরে গণতন্ত্র ভূলুণ্ঠিত হচ্ছে তা নিয়ে দেশের সমস্ত রাজ্যের স্পিকার ও দলনেতাদের কাছে চিঠি পাঠাবে বিজেপি |বিজেপি বিধায়কদের একটাই দাবি ছিল তৃণমূলে যাওয়া মুকুল রায় কেন পিএসি চেয়ারম্যান হবে? রীতি মেনে এই পদে বিধানসভার বিরোধী দলের কাউকে দেওয়া হয় | কিন্তু দলত্যাগী মুকুলকে সেই পদে স্পিকারের বসানোয় বেজায় ক্ষুদ্ধ বিজেপি বিধায়কেরা | আর সেই প্রতিবাদে রাজভবন যাওয়ার আগে, বিভিন্ন কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে গিয়েছেন বিজেপির আট বিধায়ক| তালিকায় নাম রয়েছে কৃষ্ণা কল্যাণী, মিহিরি গোস্বামী, মনোজ টিজ্ঞা, নিখিল রঞ্জন দে, বিষ্ণু প্রসাদ শর্মা, আনন্দময় বর্মন, দীপক বর্মন, আশোক কীর্তনীয়া | এই আট বিধায়ক আজই বিধানসভার সমস্ত কমিটি থেকে ইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে | পিএসি-র চেয়ারম্যান হিসেবে বিজেপি অশোক লাহিড়ীর নাম প্রস্তাব করেছিল | কিন্তু সেই নামকে অগ্রাহ্য করেই মুকুলেন নাম বেছে নিয়েছিলেন স্পিকার | যা বিধানসভার আইন ভঙ্গ করেছে বলে এ দিন দাবি করেন শুভেন্দু | এই বিষয়ে যাতে গোটা দেশ জানতে পারে তা নিশ্চিত করতে যে স্মারকলিপি রাজ্যপালের কাছে জমা দেওয়া হয়েছে, তা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, লোকসভার স্পিকার ওম বিড়লা এবং দেশের অন্যান্য রাজ্যেও পাঠানো হবে বলে জানান শুভেন্দু অধিকারী|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *