প্রসেনজিৎ ধর, কলকাতা :- বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানালেন রাজ্যের করোনা পরিস্থিতি আগের থেকে অনেকটা ভাল | তবে ভ্যাকসিন সরবরাহ সঠিকভাবে করা হচ্ছে না বলে তুলোধনা করলেন কেন্দ্রকে| তিনি জানান, ভ্যাকসিন পাচ্ছেন না জানিয়ে এদিন প্রধানমন্ত্রীকে ফের চিঠি পাঠিয়েছেন | রাজ্যের সব মানুষকে টিকা দিতে বদ্ধপরিকর সরকার | সেখানে পর্যাপ্ত পরিমাণ টিকা পাঠানো হচ্ছে না | ইয়াস বিধ্বস্ত দিঘার সমস্ত দোকানদার ও হকারদের জন্য আজ বিশেষ ট্রলি ও দোকানের চাবি দেওয়ার কর্মসূচীতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী | মূলত ‘ইয়াস’-এর দাপটে ক্ষতিগ্রস্তদের ‘দুয়ারে ত্রাণ’ প্রকল্পের মাধ্যমে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তার কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন তিনি | এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘দুয়ারে ত্রাণ প্রকল্পে সকলের আবেদন নিয়েছি। তদন্তের পর ১৯.১ লক্ষ লোকের হাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সুবিধা তুলে দিয়েছি | ৩৬৪.৩ কোটি টাকা খরচ হয়েছে | ২০ হাজার কোটি টাকা কেন্দ্রের থেকে চেয়েছিলাম | ৩০০ কোটি টাকা অগ্রিম দেওয়া হয়েছিল | রাজ্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে | সেই টাকা খরচও হয়েছে। আমরা চাই দিঘা, সুন্দরবন এমনকি ঘাটাল মাস্টারপ্ল্যান-এর আওতায় আসুক |’ যদিও এদিন সাংবাদিক বৈঠকে ফের কেন্দ্রের প্রতি বঞ্চনার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে | এখন দৈনিক সংক্রমণ ৮০০ থেকে ৯০০–র মধ্যে ঘোরাফেরা করছে | তবে আরও কমানোর চেষ্টা করছি |পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ১.৫ শতাংশ| ৯৮ শতাংশ ডিসচার্জ রেট। ইতিমধ্যেই আড়াই কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে | ১.৮ কোটি মানুষের দুটো ডোজই নেওয়া হয়ে গিয়েছে। রাজ্যে মোট ১৪ কোটি ভ্যাকসিন প্রয়োজন | আমরা ভ্যাকসিন পাচ্ছি না| আজ পর্যন্ত পেয়েছি মাত্র ২.১২ কোটি। নিজেরা ৬০ কোটি টাকা খরচ করে ১৮ লক্ষ টিকা কিনেছি | এখন আমাদের কাছে টিকাই আসছে না |’