Breaking News

জয়েন্টের দিন রাজ্যের কাছে পর্যাপ্ত বাসের অনুরোধ, ট্রেনের দাবিতে রেলকে চিঠি রাজ্যের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আগামী শনিবার অর্থাৎ ১৭ জুলাই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে | ওইদিনই রাজ্য যেন গণপরিবহণ স্বাভাবিক থাকে, তা নিশ্চিত করতে রাজ্যকে চিঠি লিখল রাজ্য উচ্চ শিক্ষা দফতর | একই সঙ্গে, ওই দিন যাতে স্টাফ স্পেশাল ট্রেনে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের ওঠার অনুমতি দেওয়া হয়, সেই আবেদন জানিয়ে রাজ্যকে চিঠি দিল রাজ্য | বৃহস্পতিবার উচ্চ শিক্ষা দফতরের সচিব রাজ্য প্রশাসনকে একটি চিঠি দিয়েছেন | যেখানে লেখা হয়েছে, আগামী শনিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা | অফলাইনে পরীক্ষা-কেন্দ্রেই অনুষ্ঠিত হবে | যাতে পরীক্ষার্থীরা সুষ্ঠুভাবে তাদের সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেন এবং নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন, সে দিকটা নিশ্চিত করতে বলা হয়েছে রাজ্যকে | রাস্তায় যদি পর্যাপ্ত পরিমাণে বাস চলে, তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে রাজ্য উচ্চ শিক্ষা দফতর | ওইদিন রাজ্যজুড়ে মোট ২৭১টি কেন্দ্রে সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত অনুষ্ঠিত হবে পরীক্ষা | চিঠিতে আরও অনুরোধ করা হয়েছে, যাতে পরীক্ষা কেন্দ্রগুলিতে ওই সময় পাওয়ার কাট না হয় পাশাপাশি আইন-শৃঙ্খলা যথাযথ থাকে সেদিকে যেন রাজ্য প্রশাসন নজর দেয় | অন্যদিকে, এখনও লোকাল ট্রেন চালু করার অনুমতি দেয়নি রাজ্য| তবে শনিবার যাতে পরীক্ষার্থীরা ট্রেনে উঠতে পারেন সে নিয়ে এবার রেলকে চিঠি দিল রাজ্য |এই পরিস্থিতিতে পরীক্ষার্থীরা কিভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাবেন? তা নিয়ে ইতিমধ্যেই দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা | বৃহস্পতিবারে রাজ্য পরিবহণ দফতর এই নিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলকে একটি চিঠি পাঠিয়েছে। যেখানে বলা হয়েছে, অ্যাডমিট কার্ড দেখে পরীক্ষার্থী ও তাদের অভিভাবককে স্টাফ স্পেশাল ট্রেনে ওঠার অনুমতি দেওয়া হোক | প্রয়োজনে ট্রেনের সংখ্যা যাতে বাড়ানো হয় সে কথা ভেবে দেখার অনুরোধ জানানো হয়েছে চিঠিতে | তবে শুধু পরীক্ষার্থী ও অভিভাবকদেরই নয়, রাজ্যের চিঠিতে পরীক্ষার সঙ্গে যুক্ত সমস্ত কর্মী এবং শিক্ষকদের ওইদিন স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে দেওয়ার আবেদন জানানো হয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *