নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ :- শুক্রবার সাত সকালে মর্মান্তিক এক দুর্ঘটনায় মুর্শিদাবাদ জেলায় প্রাণ হারালেন ৪জন | রাস্তার ধারে একটি চায়ের দোকানে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে একটি মাল বোঝাই ডাম্পার | আর তার জেরেই ঘটে দুর্ঘটনা | এদিন এই দুর্ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানা এলাকায় ভালকুন্দি মোড়ে | বিধিনিষেধ একটু আলগা হতেই স্থানীয় কয়েকজন রাস্তার ধারে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন | তখনই মাল বোঝাই একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে | প্রচণ্ড ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের | পুলিশ সূত্রে খবর, এই দুর্ঘটনায় মৃতরা হলেন প্রকাশ মার্জিত (২৯), উজ্জ্বল শেখ (১৮), আলামিন শেখ (৬৫) এবং হেপাজুল শেখ (৬৫) |
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে ভালকুন্দি মোড়ে চায়ের দোকানে বসেছিলেন কয়েকজন | তখন নিয়ন্ত্রণ হারানো ডাম্পারটি ধাক্কা মেরে দোকানের ভেতরে প্রায় ঢুকে পড়ে | তার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের | গুরুতর আহত হন আরও চারজন | আশঙ্কাজনক অবস্থায় তাঁদের নিয়ে যাওয়া হয়েছিল খড়গ্রাম ব্লক গ্রামীণ হাসপাতালে | সেখানেই চিকিৎসকরা আরও দু’জনের মৃত্যু হয়েছে বলে জানিয়ে দেন | তবে বাকি দু’জনকে চিকিৎসার জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে | এই ঘটনায় স্থানীয় মানুষদের ক্ষোভ দেখা গিয়েছে | এলাকায় সিগনালিং পোস্ট নেই বলেই বারবার দুর্ঘটনা ঘটছে বলে তাঁদের অভিযোগ | এলাকার মানুষের এই ক্ষোভ পুলিশের উপরও আছড়ে পড়ে | তবে মর্মান্তিক দুর্ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে | ঘটনাস্থলে রয়েছে খড়গ্রাম থানার পুলিশ | পুলিশ ঘাতক ডাম্পারটিকে আটক করেছে |