নিজস্ব সংবাদদাতা :- গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন বিনয় তামাং | এমনকী, তিনি দলের প্রাথমিক সদস্যপদও ছেড়ে দিয়েছেন বলে সূত্রের খবর | আজ পাহাড়ের রাজনীতি আবার অন্য মোড় নিল | গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন বিনয় তামাং | গত ৯ জুলাই দার্জিলিংয়ের একটি হোটেলে দলের বৈঠক বসে | সেখানে দলের সব নেতারা থাকলেও অনুপস্থিত ছিলেন বিনয় তামাং | তাঁকে ছাড়াই বৈঠক করেন অনীত থাপা | গত ১৩ জুলাই দলের সেন্ট্রাল কমিটির একটি বৈঠক হয় | সেই বৈঠকে বিনয় তামাংকে ডাকা হয়নি | তখন থেকেই শোনা যাচ্ছিল, হয়তো এবার কোনও কড়া সিদ্ধান্ত নিতে পারেন বিনয় | এবার তাই হলো | কড়া সিদ্ধান্ত নিয়ে মোর্চা ছাড়লেন তিনি | বিনয় এদিন গোর্খা জনমুক্তির সভাপতি পদ ছাড়ার পর জানিয়েছেন, ‘২০১৭ সালের পর থেকে দল দু’ভাগে ভাগ হয়ে যায় | একটা বিমল গুরুং-এর | আরেকটা আমার | ২০১৯ সালের জানুয়ারি থেকে আমাকে রাজনীতি থেকে সরানোর চক্রান্ত চলছে | আমি পদত্যাগ করলাম| এখন আর কোনও বিনয়পন্থী মোর্চা বলে কিছু থাকল না | দলের নেতাদের কাছে অনুরোধ, আমার পদত্যাগপত্র গ্রহণ করুন | তবে আমি রাজনীতি ছাড়ছি না| রাজনীতিতেই থাকছি | আগামী দিনে রাজনৈতিক পথ কোন দিকে মোড় নেবে, সেটা ভবিষ্যতে দেখা যাবে | খুব শীঘ্রই নতুন জার্নি শুরু হবে | যে যাত্রা শুরু হবে, তা মানুষের কল্যাণের জন্য হবে|’ বিনয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিমল গুরুং | তবে বিনয় তাঁর দলে ভিড়বেন কিনা বলা সহজ হবে না | গোর্খা জনমুক্তি মোর্চা ভাগের পর থেকেই বিমলের বিরুদ্ধে সোচ্চার হতেন বিনয় | তাই তাঁর বিজেপি কিংবা তৃণমূলে যাওয়ার সম্ভাবনা বেশি | এই মুহূর্তে বিনয়ের হাতে রয়েছে এক বিধায়ক | তাই তাঁর যাত্রা নিয়ে জল্পনা থাকবেই | বিনয়ের পদত্যাগ নিয়ে বিমল জানিয়েছেন, ‘বিনয় তামাংকে ধন্যবাদ জানাচ্ছি | দলের ঝান্ডা নিয়ে লড়াই চলছে আদালতে | আজ উনি নিজেই পদত্যাগ করলেন | উনি নিজেই বললেন, বিনয়পন্থী মোর্চা বলে কিছু নেই |’ রাজনৈতিক মহল মনে করছে বিনয়ের পদত্যাগ পাহাড়ের রাজনীতিতে আবার নতুন মোড় নিল |