প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিধায়ক মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ নিয়ে বিধানসভায় প্রথম দিনের শুনানি শেষ হল মাত্র ৪ মিনিটেই | এদিন মুকুল রায়ের বিরুদ্ধে যাবতীয় তথ্যপ্রমাণ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে পেশ করেন শুভেন্দু অধিকারী | যদিও এ বিষয়ে আরও বেশ কয়েকটি তথ্য জানতে চেয়েছেন অধ্যক্ষ | আগামী ৩০ জুলাই পরবর্তী শুনানি রয়েছে বিধানসভায় | ওইদিন নির্দিষ্ট তথ্য পেশ করতে বলা হয়েছে | শুক্রবার দুপুর ২টোর কিছু আগে স্পিকারের ঘরে পৌঁছন শুভেন্দু| আগে থেকেই সেখানে হাজির ছিলেন মুকুল রায় | এদিন মিনিট পাঁচেক স্পিকারের ঘরে ছিলেন তিনি | তারপর তিনি বেরিয়ে আসেন|জানা গিয়েছে, এদিন বিজেপির অভিযোগ আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করেন স্পিকার | সেজন্য বেশ কিছু নথিতে সই করতে হয় শুভেন্দুবাবুকে | এরপর তাঁদের দাবির সমর্থনে বেশ কিছু নথি জমা দেন তিনি | বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জয়লাভ করেন মুকুল রায় | এরপর গত ১১ জুন আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন তিনি | যদিও বিধায়ক পদে ইস্তফা দেননি মুকুল | এরপর তাঁর বিরুদ্ধে দলত্যাগবিরোধী আইন প্রয়োগের দাবি তুলে স্পিকারকে চিঠি দেয় বিজেপি | গত শুক্রবার মুকুল রায়কে বিজেপি বিধায়ক বলে দাবি করে পিএসসি-র চেয়ারম্যান নিযুক্ত করেন স্পিকার | সূত্রের খবর, এই খসড়া তৈরি করেছেন খ্যাতনামা আইনজীবী রাম জেঠমালানি ছেলে মহেশ জেটমালানি এবং বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব | গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কল্যাণের বিধায়ক তথা সুপ্রিম কোর্টের আইনজীবী অম্বিকা রায়েরও | এদিন মাত্র চার মিনিট পরেই শুভেন্দু অধিকারীরা বিধানসভার বাইরে বেরিয়ে আসেন | তাঁরা জানান, অধ্যক্ষ এ বিষয়ে আরও বেশ কয়েকটি দিক জানতে চেয়েছেন |