নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- কসবায় দেবাঞ্জনের ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পে ‘টিকা’ গ্রহীতাদের আসল টিকা দেওয়া শুরু করল রাজ্য স্বাস্থ্য দফতর | ১০ দিন ধরে প্রায় ৭৫০ জনকে টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে | সোনারপুর ও কলকাতার বাসিন্দাদের টিকা দেওয়ার জন্য চলছে আলাদা শিবির | সোনারপুর ও কলকাতা মিলিয়ে প্রায় ৭৩৫ জন দেবাঞ্জনের ভুয়ো শিবির থেকে টিকা নিয়েছিলেন | তাঁদের টিকাকরণের জন্য সুভাষগ্রাম ও বাঙুর হাসপাতালে খোলা হয়েছে শিবির | টিকাকরণ তদারকি করার জন্য আসেন সোনারপুর বিডিও সৌরভ ধল্ল ও সোনারপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক অনুপ মিশ্র ১৫ দিন আগেই এদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল | ভুয়ো টিকা গ্রহীতাদের কারও কোনও উপসর্গ নেই বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর | তবে অনেকেই ভুগছেন আতঙ্কে | তবে এদিন টিকা নিয়ে সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে সার্টিফিকেট পেয়ে কিছুটা নিশ্চিন্ত হয়েছেন তাঁরা | টিকাকরণ চলবে ২৫ জুলাই পর্যন্ত | ওদিকে এখনো ভুয়ো টিকা নিয়ে আতঙ্কে ভুগছেন বহু মানুষ | টিকা নিতে এসে এক ব্যক্তি জানান, ‘ভয় তো আছেই | টিকার নামে কী দিয়েছে কে জানে | শরীরে পরে যে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হবে না তারই বা নিশ্চয়তা কী?’