দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আগামী ১৯ জুলাই থেকে শুরু হবে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া | চলবে আগামী ৪ অগস্ট পর্যন্ত|সেজন্য স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com-তে গিয়ে প্রার্থীরা আজ (১৬ জুলাই) বিকেল ৪ টে থেকে কল লেটার ডাউনলোড করতে পারবেন| শুক্রবার কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে আগামী ১৯ জুলাই থেকে শুরু হবে উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারির ইন্টারভিউ প্রক্রিয়া | দীর্ঘ আইনি জটিলতার সমাধান হতেই এবার উচ্চ প্রাথমিকে দ্রুত শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য | শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, ১৯ জুলাই থেকেই শুরু হতে চলেছে ইন্টারভিউ পর্ব| চলবে আগামী ৪ অগাস্ট পর্যন্ত | সমস্ত কোভিড বিধি মেনেই অনলাইনে হবে ইন্টারভিউ | পুজোর আগেই সাড়ে ১৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | আদালতের নির্দেশ মতো নম্বর-সহ ইন্টারভিউয়ের জন্য মেধা তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন |
এদিন সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘আগামী ৩১ জুলাইয়ের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে নির্দেশ দিয়েছে আদালত | সেইমতো আমরা পদক্ষেপ করছি| ইতিমধ্যেই ১৫ হাজার ৪০৬ জুনের মেধা তালিকা প্রকাশ করেছে কমিশন | উচ্চ প্রাথমিকের শূন্য পদে নিয়োগ করা হবে ১৪ হাজার ৩১৯ জনকে | ইন্টারভিউ সংক্রান্ত তথ্য জানা যাবে www.westbengalssc.com কমিশনের এই ওয়েবসাইটে|কমিশনের নয়া মেধাতালিকায় সন্তুষ্ট হওয়ার পর উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছিলেন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় | একইসঙ্গে জানিয়েছিলেন, তালিকায় কোনও ভুল থাকলে ব্যক্তিগতভাবে কমিশনের কাছে অভিযোগ জমা করতে পারবে প্রার্থীরা | সেই অভিযোগ সচিব পর্যায়ের আধিকারিকদের খতিয়ে দেখতে হবে| শুধু তাই নয় আদালতের নির্দেশ মতো ১২ সপ্তাহের মধ্যে ওই অভিযোগের নিষ্পত্তি করতে হবে | তবে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখা যাবে না| ইতিমধ্যেই কমিশনে অভিযোগ জমা করা শুরু করেছে বিক্ষুব্ধ প্রার্থীরা | অন্যদিকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নতুন করে মামলা দায়ের হয়েছে | ওই মামলার শুনানি হবে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে |ইন্টারভিউয়ের জন্য কী কী নথি লাগবে?যাচাইয়ের জন্য শংসাপত্র , মার্কশিট-সহ যাবতীয় প্রাসঙ্গিক নথির আসল কপি এবং ফোটোকপি নিয়ে যেতে হবে | কমিশনের তরফে জানানো হয়েছে, নথি যাচাইয়ের সময় যদি তথ্যের কোনও গরমিল হয়, তাহলে সংশ্লিষ্ট প্রার্থীকে ইন্টারভিউ বোর্ডের কাছে যেতে দেওয়া হবে না| নির্দিষ্ট দিনে যদি কোনও প্রার্থী ইন্টারভিউ দিতে হাজির না হন, তাহলে তিনি দ্বিতীয় সুযোগ পাবেন না |