Breaking News

বিধানসভায় বিজেপি’‌র ছেড়ে যাওয়া আসন দখল তৃণমূলের, পদ পেলেন বিধায়ক মদন মিত্রও!প্রাক্তন পুলিশকর্তাও পেলেন নতুন কমিটির দায়িত্ব

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করার প্রতিবাদে মিহির গোস্বামী, মনোজ টিগ্গা এবং কৃষ্ণ কল্যাণী সহ আটজন বিজেপি বিধায়ক বিধানসভার কমিটি এবং স্থায়ী কমিটির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন | এই পরিস্থিতিতে বিজেপি বিধায়কদের চেয়ারম্যান পদগুলিতে নিজেদের বিধায়কদের জায়গা করে দিল তৃণমূল কংগ্রেস | সেই সূত্রেই এবার বিধানসভার কমিটিতে চেয়ারম্যান পদে জায়গা পেলেন মদন মিত্রও | শুক্রবার বিধানসভার নতুন আট কমিটিতে চেয়ারম্যানের নাম ঘোষণা করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় | তিনি বলেন, ‘‌স্পিকারের অনুমতি নিয়ে নতুন আটজন চেয়ারম্যানের নাম বেছে নেওয়া হয়েছে| মনোজ টিগ্গার জায়গায় চেয়ারম্যান হলেন মদন মিত্র | মিহির গোস্বামীর জায়গায় সুদীপ্ত রায়কে চেয়ারম্যান করা হয়েছে | নন্দময় বর্মনের জায়গায় হুমায়ন কবীর অশোক কীর্তনীয়ার জায়গায় পান্নালাল হালদার | কৃষ্ণ কল্যাণীর জায়গায় আব্দুল খালেক মোল্লা| বিষ্ণুপ্রসাদ শর্মার জায়গায় তপন দাশগুপ্ত | তথ্যপ্রযুক্তিতে দীপক বর্মনের জায়গায় ড অশোক চট্রোপাধ্যায় এবং নিখিলরঞ্জন দে’‌র জায়গায় রুকবানুর রহমান |’‌ এই বিষয়ে সাংবাদিকদের পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‌ওনাদের অনুরোধ করছি, বৈঠকে উপস্থিত থাকার জন্য | পদত্যাগ না করতে আমরা অনুরোধ করেছিলাম | তারপরেও ওঁরা শোনেননি | ওঁরা যখন কমিটির সদস্য থাকতে পারেন, তখন চেয়ারম্যান থাকতে কী অসুবিধা, বুঝলাম না | ২৬ জুলাই থেকে কমিটির বৈঠক শুরু হবে|’‌ প্রসঙ্গত, মুকুল রায়কে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে চেয়ারম্যান করার পর রাজ্য বিধানসভার কোনও কমিটির চেয়ারম্যান পদে থাকবেন না বিজেপি বিধায়করা বলে আগেই জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী | স্ট্যান্ডিং কমিটির এই রদবদলের জেরে বিধানসভার নানা বিষয়ক ৪১ টি কমিটির মধ্যে ৪০ টি কমিটির চেয়ারম্যানই হলেন তৃণমূলের বিধায়কেরা | অবশিষ্ট মাত্র একটি কমিটি, অর্থাৎ বিধায়ক উন্নয়ন তহবিল কমিটির চেয়ারম্যান পদপ্রাপ্তি হয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি | রাজ্য বিধানসভায় ইতিপূর্বে কবে কার্যত সব কমিটির চেয়ারম্যানই একটি দল থেকে হয়েছেন তা মনে করতে পারছেন না রাজনৈতিক বিশ্লেষকরা | সূত্রের খবর, আগামী ২৬ জুলাই থেকে বিধানসভার ৪১ টি কমিটির বৈঠক শুরু হবে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *